কলকাতা, 30 অগস্ট: রাজ্যের পর্যটন শিল্পের বিস্তার ঘটাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে । মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে পর্যটন শিল্প ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে একথা জানালেন রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo speaks on Bengal Tourism) । এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ সাতটি কমিটি গঠন করে বিভিন্ন দিক থেকে পর্যটন শিল্পের সুদূরপ্রসারী উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
পর্যটনমন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্গাপুজো, গঙ্গাসাগর, সুন্দরবন-সহ একাধিক পর্যটন ক্ষেত্রে ধরে ধরে বিশেষ প্যাকেজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে । বাবুল সুপ্রিয় বলেন, "দুর্গাপুজোর জন্য কুড়ি দিন, গঙ্গাসাগর মেলার জন্য 10-15 দিনের প্যাকেজ হচ্ছে ৷ তার সঙ্গে সুন্দরবনকে জুড়ে বিশেষ প্যাকেজের পরিকল্পনা করা হচ্ছে । পর্যটন শিল্পের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সঙ্গে একাধিকবার বৈঠক করে কী কী নতুন নতুন পরিকল্পনা নেওয়া যায়, সেই দিকটাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । সার্বিকভাবে, পাহাড়, সমুদ্র থেকে জঙ্গল-সহ রাজ্যের সমস্ত দর্শনীয় স্থান এবং শহর কলকাতা বিভিন্ন ঐতিহ্যকে বিশ্বের দরবারে মেলে ধরতে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যে দেশের মধ্যে আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনার ক্ষেত্রে কলকাতা সপ্তম স্থান অধিকার করেছে এবং ডোমেস্টিক পর্যটনের ক্ষেত্রে কলকাতা পঞ্চম স্থানে রয়েছে । এই দু'টিকে এক নম্বরে নিয়ে আসার সবরকম চেষ্টা করা হচ্ছে ।"