পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"সোজা বাংলায় বলছি, তৃণমূল হটাও বাংলা বাঁচাও", পালটা BJP-র - "সোজা বাংলায় বলছি"র পাল্টা প্রচার BJP-র

"সোজা বাংলায় বলছি"-র পালটা ভিডিয়ো বার্তা BJP-র । রাজ্য থেকে তৃণমূল হটাওয়ের ডাক দিলেন বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁ।

BJP do against campaign of "soja banglay bolchhi"
বাবুল ও সৌমিত্র

By

Published : Jul 29, 2020, 6:21 AM IST

কলকাতা, 29 জুলাই : তৃণমূলের "সোজা বাংলায় বলছি"-র পালটা প্রচারে নামল BJP । দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁ পালটা ভিডিয়ো বার্তা দিলেন ৷ বাংলা বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে হটানোর ডাক দেওয়া হল সেই ভিডিয়োয় ।

বাবুল সুপ্রিয় ভিডিয়ো বার্তায় বলেন, "সোজা বাংলায় বলছি, তৃণমূল হটাও মমতা দিদিকে হটাও, বাংলা বাঁচাও । সমস্ত পশ্চিমবঙ্গবাসীও বলছেন দিদিকে হটাও বাংলা বাঁচাও । ব্যক্তিগতভাবে লড়াকু নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি । কিন্তু, রাজনৈতিক নৃশংসতার জন্য উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন । উনিশে আমরা হাফ করেছিলাম, একুশে সাফ করে দেব ।"

যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ ভিডিয়ো বার্তায় তৃণমূলের বিরুদ্ধে সরব হন । বলেন, "দুর্নীতিগ্রস্ত মমতা সরকারকে দূর হটাও । সোজা বাংলায় বলছি, চোর ভাইপো দূর হটো । দুর্নীতিগ্রস্ত মমতা দিদি দূর হটো ।"

2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল শুরু করেছে নতুন প্রচার "সোজা বাংলায় বলছি"। ডেরেক ও'ব্রায়েন ইতিমধ্যেই রাজ্যের মানুষের উদ্দেশে ভিডিয়ো বার্তা দিয়েছেন ৷ সিরিজ়ের মাধ্যমে তৃণমূল সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হচ্ছে এই প্রচারে । তারই পালটা দিতে BJP-র তরফে ময়দানে নামলেন সৌমিত্র খাঁ ও বাবুল সুপ্রিয় ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details