বিধাননগর, 27 জুন : অবশেষে চাকরিতে নিয়োগের সুপারিশপত্র হাতে পেলেন ববিতা সরকার । সোমবার সল্টলেকের আচার্য সদনে এসে সুপারিশপত্র সংগ্রহ করেন তিনি (Babita Sarkar collects Recommendation Letter)।
Babita Sarkar: অঙ্কিতার স্কুলেই চাকরির সুপারিশপত্র পেয়ে উচ্ছ্বসিত ববিতা - Babita Sarkar collect Recommendation Letter
দীর্ঘদিনের এসএসসি চাকরিপ্রার্থী ববিতা জানান, তিনি মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতে চান । সেখানেই তাঁকে নিয়োগপত্র দেওয়া হবে (Babita Sarkar collect Recommendation Letter) ।
সুপারিশপত্র পেয়ে উচ্ছ্বসিত ববিতা
দীর্ঘদিনের এসএসসি চাকরিপ্রার্থী ববিতা জানান, তিনি মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতে চান । সেখানেই তাঁকে নিয়োগপত্র দেওয়া হবে । এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে সরিয়ে তাঁর জায়গায় চাকরি দিতে হবে ববিতাকে ।
আরও পড়ুন : আদালতের নির্দেশে মেনে প্রায় 8 লক্ষ টাকা প্রথম কিস্তিতে ফেরত দিলেন পরেশ-কন্যা অঙ্কিতা
Last Updated : Jun 27, 2022, 6:52 PM IST