পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Hawker Problem ভুয়ো সমীক্ষায় কলকাতায় হকারের সংখ্যা কমানো হয়েছে, দাবি আজাদ হিন্দ মঞ্চের - আজাদ হিন্দ মঞ্চ

বুধবার ধর্মতলায় বিক্ষোভ করে আজাদ হিন্দ মঞ্চ (Azad Hind Manch) ৷ পরে কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) হকার সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় ওই সংগঠনের তরফে ৷

azad-hind-manch-deputation-on-kolkata-hawker-problem
ভুয়ো সমীক্ষায় কলকাতায় হকারের সংখ্যা কমানো হয়েছে, দাবি আজাদ হিন্দ মঞ্চের

By

Published : Aug 24, 2022, 9:03 PM IST

কলকাতা, 24 অগস্ট : হকার সমস্যা নিয়ে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বাম মনোভাবাসম্পন্ন আজাদ হিন্দ মঞ্চ (Azad Hind Manch) । তাদের অভিযোগ, আইন রূপায়ণের পরেও কলকাতা পৌরনিগম সেই আইন বাস্তবায়িত করেনি ৷ বরং, করোনাকালে (Covid Pandemic) ভুতুড়ে সমীক্ষা করে কলকাতার তিন লক্ষ হকারের অধিকাংশের নাম বাদ দেওয়া হয়েছে । মাত্র 59 হাজার হকারের তালিকা প্রকাশ করেছে পৌরনিগম । তাদের দাবি, একই রকম অবস্থা রাজ্যের ক্ষেত্রেও । এরই প্রতিবাদে বুধবার ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের পর কলকাতা পৌরনিগমে একাধিক দাবি-সহ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে আজাদ হিন্দ মঞ্চের তরফে ।

আজাদ হিন্দ মঞ্চের কনভেনার তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজের অভিযোগ, "স্ট্রিট ভেন্ডরস (প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ ভেন্ডিং) অ্যাক্ট 2014 অনুযায়ী হকারদের মধ্যে থেকে ন্যূনতম 40 শতাংশ প্রতিনিধি নির্বাচন করে টাউন ভেন্ডিং কমিটি গঠন করার কথা । এই টাউন ভেন্ডিং কমিটি সংশ্লিষ্ট পৌরনিগম বা পৌরসভা অঞ্চলে সমীক্ষা করে হকারদের শংসাপত্র এবং পরিচয়পত্র প্রদান করবে ।’’

তাঁর দাবি, কলকাতা পৌরনিগমে বর্তমানে কোনও টাউন ভেন্ডিং কমিটি নেই ৷ ফলে পৌরনিগমের পক্ষ থেকে যে হকারদের তালিকা প্রকাশ করা হয়েছে, তা 2014 সালের ওই আইন অনুযায়ী বৈধ নয় ৷ কারণ, আইন অনুযায়ী এই সার্ভের কাজ টাউন ভেন্ডিং কমিটির তত্বাবধানে করার কথা । দ্বিতীয়ত, করোনা অতিমারিতে সমীক্ষা হওয়ায় বহু হকার এই তালিকাভুক্ত হননি ৷ তালিকাভুক্ত হকারের সংখ্যা দেখেই তা বোঝা যাচ্ছে ।

তিনি আরও দাবি করেন, কলকাতা শহরে হকারের সংখ্যা (Kolkata Hawker Problem) যেখানে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি, সেখানে কলকাতা পৌরনিগমের প্রকাশিত তালিকায় হকারের সংখ্যা মাত্র 59 হাজার । পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের 14 অক্টোবর হকার সার্পোট স্কিমের বিজ্ঞপ্তি জারি করে । সেখানে হকারদের করা আবেদনপত্রের ভেরিফিকেশন করার কথা পুলিশের এবং আবেদনপত্রটি গ্রহণ বা বর্জন করার কথা সংশ্লিট কর্পোরেশন বা মিউনিসিপালিটির । টাউন ভেন্ডিং কমিটির কোনও উল্লেখ আবেদন ফর্মে নেই ।

ভুয়ো সমীক্ষায় কলকাতায় হকারের সংখ্যা কমানো হয়েছে, দাবি আজাদ হিন্দ মঞ্চের

তিনি জানান, এর থেকে বোঝাই যাচ্ছে যে টাউন ভেন্ডিং কমিটি এই রাজ্যে কার্যকর হয়নি । তাঁরা অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি গঠন করে হকারদের স্বার্থ সুরক্ষিত করার পাশাপাশি পুনরায় সমীক্ষা করে কলকাতা পৌরনিগমে হকারদের নতুন তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন ৷ এছাড়াও একাধিক দাবি করেছেন তাঁরা ৷

আরও পড়ুন :হকারদের অধিকার আদায়ে আন্দোলনে ফিরল বামেরা

ABOUT THE AUTHOR

...view details