পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফণীর জেরে সব লোকাল ট্রেন বাতিলের গুজবে কান দেবেন না : রেল

"ফণীর জেরে আজ সন্ধে 6টার পর থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এরকম কোনও ঘোষণা হয়নি ।এটা আসলে গুজব ।" বললেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ ।

ফাইল ফোটো

By

Published : May 3, 2019, 6:24 PM IST

Updated : May 3, 2019, 9:59 PM IST

কলকাতা, 3 মে : "ফণীর জেরে আজ সন্ধে 6টার পর থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এরকম কোনও ঘোষণা হয়নি ।এটা আসলে গুজব ।" বললেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ । তিনি বলেন, "এখনও পর্যন্ত 90 টির মতো লোকাল ট্রেন এবং কয়েকটি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন ছাড়া কোনও ট্রেন এখনও পর্যন্ত বাতিল হয়নি । আজ বিকেলে 5টার পর থেকে সমস্ত লোকাল ট্রেন বাতিল হওয়ার খবরে কান দেবেন না ।"

কয়েকঘণ্টার মধ্যেই ফণী ঢুকতে চলেছে রাজ্যে । রাতেই তা প্রবেশ করবে কলকাতায় । এর জেরে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সমস্ত ট্রেন বাতিল হয়েছে বলে খবর ছড়িয়েছিল । কিন্তু সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টিকে গুজব বলে দাবি করেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ । তাঁর অনুরোধ, গুজবে কান দেবেন না ।

এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, "এই খবরটির কোনও সত্যতা নেই। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মূলত হাওড়া শাখার তথা অন্য বিভাগেও লোকাল ট্রেনের চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে ।" ফণী মোকাবেলায় প্রত্যেকটি স্টেশনে সবরকম ত্রাণের ব্যবস্থা ও অন্যান্য জরুরি প্রস্তুতি মোতায়েন রাখা হয়েছে ।

Last Updated : May 3, 2019, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details