কলকাতা, 16 মে: জোড়াসাঁকো-বড়বাজার এলাকায় ফলপট্টিতে লরিচালক-খালাসিদের অবাধ আনাগোনায় রীতিমতো চিন্তায় ছিল প্রশাসন । অভিযোগ উঠেছিল, ফলপট্টিতে আসা বাইরের লরি চালক ও খালাসিদের মাধ্যমেই ছড়াচ্ছে ভাইরাস । লকডাউনের যাবতীয় নিয়ম পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার ফলপট্টিতে বসানো হচ্ছে অটো স্যানিটাইজার টানেল । এছাড়াও চালক-খালাসিদের বাধ্যতামূলকভাবে থার্মাল টেস্ট শুরু করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে ।
একটা সময় চিন্তাভাবনা করা হয়েছিল, ফলপট্টি শহরের বাইরে বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত করা যায়নি । অথচ ফলপট্টি এলাকার বাসিন্দাদের অভিযোগ, ‘‘বাইরের মানুষজনের আনাগোনাতেই সংক্রমণ বাড়ছে এলাকায় ।’’ ফলপট্টিতে যাতে সামাজিক দুরত্ব বজায় রাখা হয়, তা কলকাতা পুলিশ নিশ্চিত করেছিল আগেই । এবার বাসিন্দাদের অভিযোগ মেটাতে নেওয়া হল নতুন পরিকল্পনা ।