কলকাতা,23 ফেব্রুয়ারি :রাতের শহরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা ৷ এইঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থান কলকাতার ডেন্থ মিশন রোড।
কি কারণে খুনের চেষ্টা তা জানা যায় নি। ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান তদন্ত করে দেখা হচ্ছে গোটা ঘটনাটি।
আরও পড়ুন :বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগ
জানা গিয়েছে এদিন রাতে এলাকার এক যুবক শেখ এহশানকে আচমকাই পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মহম্মদ জামালুদ্দিন নামে এক ব্যক্তি। আঘাত করে ঘটনাস্থান থেকে সে পালায়। । গুরুতর জখম অবস্থায় ওই যুবককে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। তদন্তে নেমেছে পুলিশ।