পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিউমার্কেটে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ - লিন্ডসে স্ট্রিটে ব্যাঙ্ক ডাকাতি

কলকাতার লিন্ডসে স্ট্রিটে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা ৷ এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ তবে CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷

bank robbery
নিউমার্কেটে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা

By

Published : Jun 29, 2020, 6:38 PM IST

কলকাতা, 29 জুন : নিউমার্কেটের লিন্ডসে স্ট্রিটের মতো জনবহুল এলাকায় ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা । ডাকাতরা টাকা নিয়ে যেতে পেরেছে কি না তা এখনও পরিষ্কার নয়। তবে ভল্ট গ্যাসকাটার দিয়ে ভাঙার চেষ্টা চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউমার্কেট থানা এবং গোয়েন্দা বিভাগের অ্যান্টি বার্গলারি সেকশনের গোয়েন্দারা।


আজ সকালে ব্যাঙ্ককর্মীরা দেখতে পান, লোহার সদর দরজার একাংশ ভাঙা। দ্রুত ব্যাঙ্ককর্মীরা ভল্টের কাছে যান । ভল্ট গ্যাসকাটার দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছিল। তার চিহ্ন স্পষ্ট। আদৌ ভল্টের কোনও অংশ ডাকাতদল ভাঙতে পেরেছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভল্টের পিছনের দিকের একটি জানালা ভাঙা রয়েছে।



পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। ভল্ট কাটার আগে পর্যন্ত কিছু ফুটেজ পাওয়া যাবে বলে নিশ্চিত তদন্তকারীরা। সেই পথেই চালানো হবে তদন্তের কাজ। তবে লিন্ডসে স্ট্রিটের মতো জনবহুল এলাকায় যেভাবে ডাকাতির চেষ্টা হল, তাতে সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details