পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

'জয় শ্রীরাম' ধ্বনি তুলে জয় গোস্বামীর মেয়ের উপর হামলার অভিযোগ - jai sri ram

নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC-র বিরুদ্ধে দেবত্রী গোস্বামী এবং তাঁর পরিচিত কয়েকজন মিলে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ অভিযোগ, সে সময় তাঁদের উপর আক্রমণ করে একদল দুষ্কৃতী ৷

attacks on daugher of Joy Goswami at Baghajatin
দেবশ্রী গোস্বামীর উপর হামলা

By

Published : Dec 23, 2019, 8:17 AM IST

Updated : Dec 23, 2019, 9:36 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : মুখে কাপড় বাঁধা । স্লোগান 'জয় শ্রীরাম' । দলে ছিল আটজন ৷ কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী, পরিচালক দেবলীনা মজুমদার ও আরও কয়েকজন মহিলা সহ কবিকন্যার বাকি বন্ধুদের উপর চড়াও হয় বলে অভিযোগ ৷ বাঘাযতীনের ঘটনা ৷ তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC-র বিরুদ্ধে দেবত্রী গোস্বামী এবং তাঁর পরিচিত কয়েকজন মিলে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ বিক্ষোভকারীদের মধ্যে প্রায় 15 জন মহিলা ছিলেন ৷ অভিযোগ, সে সময় মুখে কাপড় বেঁধে আটজন 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে তাঁদের উপর হামলা চালায় ৷ মারধর করে ৷ পরিচালক দেবলীনা মজুমদারও ছিলেন সেখানে ৷ তাঁর ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ৷ দেবত্রী ও দেবলীনা ছাড়াও আক্রান্ত আর কয়েকজন ৷ আক্রান্তদের মধ্যে দু'জন বাঘাযতীন সরকারি হাসপাতালে ভরতি । তাঁদের নাম কৌস্তুভ দাশগুপ্ত এবং আউলি ।

পরিচালক দেবলীনা মজুমদারের ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়

দুষ্কৃতীরা আক্রমণ করলে চিৎকার করেন দেবশ্রীরা । তাতে জড়ো হন স্থানীয়রা । ধরে ফেলা হয় একজনকে । এরপর পুরো ঘটনাটি জানানো হয় যাদবপুর থানায় । ধৃত যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ।

Last Updated : Dec 23, 2019, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details