পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ATM প্রতারণায় বড় চক্রের খোঁজ পুলিশের

গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM-এ স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিতই সেই এটিএম ব্যবহার করেছেন । লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা ।

By

Published : Dec 10, 2019, 11:30 PM IST

wb_kol_07_amt fraud followup_7201045
ATM প্রতারণায় বড় চক্রের খোঁজ পুলিশের

কলকাতা, 10 ডিসেম্বর: রীতিমত সংগঠিত অপরাধ । ATM প্রতারণা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই তথ্য উঠে আসছে পুলিশের কাছে । ঘটনায় ধৃত রোমানীয় সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ । তাকে ইতিমধ্যেই আনা হয়েছে কলকাতায় । আজ তাকে আলিপুর আদালতে তোলা হলে 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সম্প্রতি কলকাতা শহরে একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । যাদবপুর থানায় মোট 49টি অভিযোগ দায়ের হয় । অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উল্টোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM-এ স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিতই সেই এটিএম ব্যবহার করেছেন । লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে উদ্ধার হয়েছে স্কিমিং ডিভাইস, পিনহোল ক্যামেরা সহ আরো অনেক কিছু । সে জেরায় অনেক কিছুই স্বীকার করেছে। তৌসিফ মৌরারু নামে এক রোমানীয়র কথা ইতিমধ্যেই সে জানিয়েছে পুলিশকে । ওই ব্যক্তি প্রতারণা চক্রের দলেই ছিল । তাকে 28 নভেম্বর দিল্লি পুলিশ গ্রেপ্তার করে । তৌসিফ ভারতে বেআইনিভাবে বসবাস করছে । সিলভিউও তাই । তৌসিফ এই মুহূর্তে রয়েছে রোহিণীর জেলে । আসল পাসপোর্ট ফেলে দিয়েছে ধৃত রোমানীয় । কলকাতা পুলিশ সেই পাসপোর্টের প্রতিলিপি জোগাড় করার চেষ্টা করছে । সিলভিউ এর আগে কলকাতাতেও এসেছিল বলে সন্দেহ পুলিশের । সে জানিয়েছে, ATM স্কিমারের কথা ।

ABOUT THE AUTHOR

...view details