কলকাতা, 31 অগস্ট:পুজোর আগেই স্বল্পকালীন অধিবেশন বসতে চলছে রাজ্য বিধানসভায় (Assembly Session to take place before puja) । 14 থেকে 22 সেপ্টেম্বর এই অধিবেশন হতে পারে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে ।
মেয়াদ অল্পদিনের হলেও এই অধিবেশন তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারণ এখনও পর্যন্ত যা খবর তাতে এই অধিবেশনে হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) নিয়ে একটি বিল আনা হতে পারে । যদিও রাজ্য বাজেট অধিবেশনের সময় হাওড়া এবং বালি পৌরসভাকে আলাদা করার জন্য একটি বিল আনা হয়েছিল রাজ্য বিধানসভায় । বিলটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের ভোটে পাশ হলেও রাজ্যপাল এখনও সই না করায় তা বাস্তবের আলো দেখেনি । এরপর নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়েছেন । তাঁর বদলে অস্থায়ী রাজ্যপাল হিসেবে কাজ চালাচ্ছেন লা গণেশন ।