কলকাতা, 17 মার্চ: যুদ্ধের 22তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও ওডেসা, লিভ, পোলটাভা, মাইকোলেভ-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘন ঘন বাজছে সাইরেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, এখনও পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। রাশিয়ার এই আগ্রাসনের মুখে ইউক্রেনের রাষ্ট্রপতির বীরত্ব ও সাহসিকতাকে সম্মান জানাতে সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির নামে একটি সুগন্ধী সিটিসি চায়ের নামকরণ করা হয়েছে (Zelenskyy Tea)৷
এদিন অ্য়ারোমেটিক চায়ের ডিরেক্টর রঞ্জিত বড়ুয়া বলেন, "জেলেনস্কি নামটাই হচ্ছে একটি ব্র্যান্ড, একটি শক্তিশালী অসম সিটিসি চা, যা বুধবার থেকে চালু করা হয়েছে।"