কলকাতা, 27 মে : বিজেপি করার পাপ ধুতে কালীঘাটে মাথা মুড়িয়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন ত্রিপুরার বিধায়ক । মাত্র ছয় মাসেই মোহভঙ্গ হল তাঁর । এবার ছাড়লেন তৃণমূলও । ত্রিপুরার 4 কেন্দ্রে উপ-নির্বাচনের আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস । বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে নাম লেখালেও এবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন বিধায়ক আশিস দাস ।
এদিন দল ছাড়ার কথা ঘোষণা করে তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন । আশিসের কথায়, তৃণমূল তাঁকে কাজের সুযোগ দিচ্ছে না বলেই দল ছাড়লেন তিনি । তাঁর আরও অভিযোগ, দলের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না । যে দলবাজির কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এখানে তার চেয়ে বেশি দলবাজি হয় ।
সামনেই ত্রিপুরার চারটি কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন রয়েছে (Tripura Assembly Bye Election) । আশিস দাস যে কেন্দ্রের বিধায়ক ছিলেন, ভোট হবে সেই সুরমাতেও । সূত্রের খবর, নিজের পুরনো কেন্দ্র থেকেই ফের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চান আশিস । নিজের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে কিছু না জানালেও আশিস দাস কংগ্রেস এবং টিপরা মোথা-র সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন বলে খবর ।
ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিকের বক্তব্য এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, আশিস দীর্ঘদিন ধরেই জনবিচ্ছিন্ন । তাঁর দলত্যাগের কোনও প্রভাব দলে পড়বে না । ত্রিপুরা তৃণমূলের (Tripura TMC) রাজ্য সভাপতি সুবল ভৌমিক বলেন, ‘‘আমি তাঁকে নিয়ে খারাপ কথা বলতে চাই না ৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC Leader Abhishek Banerjee) নেতৃত্বে দলে যোগ দেওয়ার পরও তাঁকে তৃণমূল কংগ্রেসের কোনও অনুষ্ঠানে বা দলীয় কাজে দেখা যায়নি । তিনি যখন তৃণমূলের একজন হিসাবে কাজ করছেন না, তখন তিনি দল ছাড়লে কীভাবে তার প্রভাব তৃণমূলের উপর পড়বে ?’’
আরও পড়ুন :Tripura TMC on CM Change : ত্রিপুরায় পরাজয় ঠেকাতে পারবেন না 10 মাসের মুখ্যমন্ত্রী : রাজীব