কলকাতা, 2 জুলাই : বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে তৃণমূল-বিজেপির সংঘাতের দিনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হল বিধানসভার ডেপুটি স্পিকার ৷ তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় হলেন ডেপুটি স্পিকার ৷
শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের সময় বিধানসভায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় ৷ মিনিট চারেকের বেশি ভাষণ দিতে পারেননি রাজ্যপাল ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা । বিরোধী বেঞ্চ থেকে তখন আওয়াজ ওঠে, জয় শ্রীরাম ! বিজেপি বিধায়কদের হাতে ছিল 41 জন দলীয় কর্মীর ছবি । গেরুয়া শিবিরের দাবি, এঁরা ভোট-পরবর্তী হিংসার শিকার হয়েছেন । এমন হট্টগোলের মধ্যেই আচমকা ভাষণ শেষ করেন রাজ্যপাল । অন্যদিকে এদিনই আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আশিস বন্দ্যোপাধ্যায় ৷