পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol By Poll 2022 : 10 এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় - Asansol By Poll 2022

10 এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will do Election Campaign for Shatrughna Sinha) ৷ শেষদিনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি ৷

Asansol By-Poll 2022 Mamata Banerjee will do Election Campaign for Shatrughna Sinha
Asansol By-Poll 2022 Mamata Banerjee will do Election Campaign for Shatrughna Sinha

By

Published : Apr 4, 2022, 1:33 PM IST

কলকাতা, 4 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will do Election Campaign for Shatrughna Sinha) ৷ 10 এপ্রিল প্রচারের শেষদিনে আসানসোলে যাবেন তিনি ৷ তার আগে 9 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে প্রায় সাড়ে 3 কিলোমিটারের একটি মিছিল করবেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ পরদিনই আসানসোলে জনসভায় যোগ দেবেন মমতা ৷

আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By Poll 2022) শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করার পর তাঁর হয়ে প্রচারে নামার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই মত শেষবেলার প্রচারে আসানসোলে যাবেন তিনি ৷ একইভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও, শেষ মুহূর্তে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করবেন তিনি ৷ প্রচারে নেমে আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক তাঁর পক্ষে কোনভাবেই উপেক্ষা করা সম্ভব ছিল না ৷ আর তাই আসানসোলের প্রার্থী হয়েছেন তিনি ৷ এক্ষেত্রে অতীতে যেভাবে বিহার বাঁচাও অভিযানে নেমে ছিলেন তিনি ৷ এখানেও আসানসোলের মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷

আরও পড়ুন : Shatrughan Sinha in Asansol : ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের তালে তাল শত্রুঘ্ন সিনহার

মার্চেপ 20 তারিখ থেকে প্রচার শুরু করেছেন শত্রুঘ্ন সিনহা ৷ তার পর থেকেই কখনও মলয় ঘটক, কখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শত্রুঘ্ন সিনহার পাশে দেখা গিয়েছে প্রচার মঞ্চে ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এখনও পর্যন্ত প্রচারে নামেননি ৷ তবে, প্রচারের শেষ লগ্নে আসরে নামছেন মমতা এবং অভিষেক ৷ এখন দেখার গত দুই লোকসভা নির্বাচনে যা হয়নি, এবার শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখে সেই আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল জয়ের মুখ দেখতে পারে কিনা !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details