কলকাতা, 4 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will do Election Campaign for Shatrughna Sinha) ৷ 10 এপ্রিল প্রচারের শেষদিনে আসানসোলে যাবেন তিনি ৷ তার আগে 9 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে প্রায় সাড়ে 3 কিলোমিটারের একটি মিছিল করবেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ পরদিনই আসানসোলে জনসভায় যোগ দেবেন মমতা ৷
আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol By Poll 2022) শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করার পর তাঁর হয়ে প্রচারে নামার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই মত শেষবেলার প্রচারে আসানসোলে যাবেন তিনি ৷ একইভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও, শেষ মুহূর্তে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করবেন তিনি ৷ প্রচারে নেমে আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক তাঁর পক্ষে কোনভাবেই উপেক্ষা করা সম্ভব ছিল না ৷ আর তাই আসানসোলের প্রার্থী হয়েছেন তিনি ৷ এক্ষেত্রে অতীতে যেভাবে বিহার বাঁচাও অভিযানে নেমে ছিলেন তিনি ৷ এখানেও আসানসোলের মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷