পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা সন্দেহে পোস্তায় বৃদ্ধকে ফেলে পালাল অ্যাম্বুলেন্স ! - Cororna Suspect

বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়ার কথা থাকলেও মাঝপথে এক বৃদ্ধকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 30, 2020, 12:52 PM IST

কলকাতা, 30 মার্চ: বয়স 65 বছর ৷ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন । সঙ্গে কাশি । যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা । উত্তর কলকাতার রাজেন্দ্র মল্লিক স্ট্রিটের বাসিন্দা ওই বৃদ্ধের ছোটো ছেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ৷ কিন্তু তাঁকে পোস্তার একটি নার্সিংহোমের সামনে ফেলে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায় বলে অভিযোগ ৷ পরে ওই বৃদ্ধকে হাসপাতালে পাঠায় পুলিশ । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে ।

ওই বৃদ্ধের বড় ছেলে বাইরে থাকেন । অনেক অনুরোধের পর একটি অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেন তাঁর ছোটো ছেলে । কিন্তু, গিরিশপার্ক থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দেড় হাজার টাকা চাওয়ার হয় । উপায় না দেখে রাজি হয়ে যান তিনি । বৃদ্ধকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে রেফার করা হয় । বেলেঘাটা ID-তে রেফার করা হয়েছে জানতে পেরে চালক ওই বৃদ্ধকে রবীন্দ্র সরণির একটি নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে চম্পট দেয় । পরিস্থিতি বেগতিক দেখে সেখানেই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু ওই নার্সিংহোমের তরফেও তাঁকে বেলেঘাটা ID-তে নিয়ে যেতে বলা হয় । তারপর অনেক চেষ্টা করেও কোনও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি পরিবারের সদস্যরা । প্রায় দু'ঘণ্টা ওই হাসপাতালের সামনে পড়ে থাকেন বৃদ্ধ ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পোস্তা থানার পুলিশ ৷ কিন্তু তারাও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি । পরে নিজেদের গাড়িতে ওই বৃদ্ধকে তুলে নিয়ে আরজি কর হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

পুলিশের তরফে জানানো হয়েছে, কোরোনা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে । মনে রাখতে হবে, সাধারণ জ্বর, সর্দি-কাশি মানেই কোরোনা নয় । তার পরও অনেকে আতঙ্কে ভুগছেন । সেই আতঙ্কের জেরেই হয়তো অ্যাম্বুলেন্স চালক বৃদ্ধকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে । এই প্রবণতা ভয়ঙ্কর ।

ওই অ্যাম্বুলেন্স চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details