পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

একাধিক শারীরিক সমস্যা বাড়ছে হেভিওয়েটদের, চিন্তায় পরিজনেরা - subrata mukhopadhyay

নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব । বুধবার চিকিৎসকদের দল তাঁদের একাধিক পরীক্ষা করেন । এখনও পর্যন্ত সব রিপোর্ট আসেনি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি ছাড়া কিডনির সমস্যা ও ডায়বেটিস রয়েছে ৷

ALL
ALL

By

Published : May 20, 2021, 3:31 PM IST

কলকাতা, 20 মে : নারদ কাণ্ডে ধৃত কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন । করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর অক্সিজেন মাত্রা ওঠানামা করছে । জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । পরিস্থিতির চাপে শোভন চট্টোপাধ্যায়ের মানসিক চাপও বাড়ছে বলে জানান তিনি ৷

নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট চার নেতা-মন্ত্রীর মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব । সবথেকে বেশি বয়স সুব্রত মুখোপাধ্যায়ের । তাঁর বয়স ৭৪ বছর । মদন মিত্রের বয়স ৬৬ বছর । ফিরহাদ হাকিমের বয়স ৬২ বছর এবং শোভন চট্টোপাধ্যায়ের বয়স ৫৬ বছর । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি রয়েছে । বুধবার চিকিৎসকদের দল তাঁদের একাধিক পরীক্ষা করেন । এখনও পর্যন্ত সব রিপোর্ট আসেনি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি ছাড়া কিডনির সমস্যা এবং ডায়বেটিস রয়েছে ৷

এদিকে অসুস্থ কামারহাটির বিধায়ক মদন মিত্রও । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর কোভিড পরবর্তী দুর্বলতা ও অন্যান্য কিছু সমস্যা রয়েছে । বুধবার দুপুরে মদন মিত্রকে উডবার্ন ব্লক থেকে সিটি স্ক্যান করার নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে । তবে ভীড়ের চাপে তা করা যায়নি ৷ তাঁর সুগার লেভেল ওঠানামা করছে ।

আরও পড়ুন : 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ, চিন্তায় সুন্দরবন

অন্যদিকে, এসএসকেএম-এ ভর্তি হতে অনিচ্ছা প্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । জেলে হাসপাতালেই চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন তিনি । জেল সূত্রে জানা গিয়েছে, বুধাবার থেকে ফিরহাদ হাকিমের জ্বর কিছুটা কমেছে ৷ তাঁর পেটের যন্ত্রণাও কিছুটা কমেছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details