কলকাতা, 28 জুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19) । ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিতে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড (Covid Ward) । সমস্ত রোগীকে করোনা পরীক্ষা করার পরেই শুরু হচ্ছে চিকিৎসা । তবে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও নেওয়া হয়েছে কোভিডের ব্যবস্থাপনা । বেলভিউ, আমরি, আরএন টেগর, মেডিকার পাশাপাশি শহর কলকাতা একাধিক নামজাদা বেসরকারি হাসপাতালে ফের খোলা হয়েছে কোভিড ওয়ার্ড ।
বেলভিউ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় কোভিডের বেড সংখ্যা 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 20 । যখনই কোনও রোগী জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে আসছে, তখনই তাঁর কোভিড টেস্ট করিয়ে রাখা হচ্ছে ওই ওয়ার্ডে ।
গত বৃহস্পতিবার পিয়ারলেস হাসপাতালে আইটিইউ ইউনিটে 8টি বেড-সহ 40টি বেডের কোভিড ওয়ার্ড পুনরায় চালু করা হয়েছে । যাঁদের মাইল্ড কোভিড, তাঁদের রাখা হচ্ছে ওই 40টি বেডের বিভাগে । আর যাঁদের খুব সিরিয়াস কন্ডিশন, তাঁদের রাখা হচ্ছে আইটিইউতে । হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সেখানে ভর্তি রয়েছেন প্রায় 10 জন । আইটিইউ বিভাগে রয়েছেন একজন ।