কলকাতা, 6 জুলাই : গত কয়েকদিনে বেশ কয়েকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে (Electrocution Deaths in Bengal) ৷ এই নিয়ে বিতর্কও চলছে রাজ্যজুড়ে ৷ এই পরিস্থিতিতে বুধবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Power Minister Aroop Biswas) ৷ এদিন তিনি জানিয়েছেন, পুরো পরিস্থিতির উপর তাঁর দফতরের নজর আছে ৷ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে ৷
একই সঙ্গে এদিন তিনি জানিয়েছেন, এই নিয়ে ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের সঙ্গে সিইএসসি, দমকল, পুলিশ, কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বৈঠক হয়েছে ৷ বিদ্যুৎ দফতরের আধিকারিকরাও রাস্তায় নেমে কাজ করছেন ৷
এদিকে একের পর এক জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Electrocution in Kolkata)। তাঁর নির্দেশেই মঙ্গলবার এই বিষয়টি নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । হুকিং আটকাতে তিনি বিদ্যুৎ দফতরকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন । বিশেষ করে এই সময় বিদ্যুতের খুঁটিগুলি যাতে কোনও ভাবে ইলেক্ট্রিফাইড না হয়ে থাকে, সেদিকে নজর রাখার কথাও বলেছেন তিনি ।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে তৎপর প্রশাসন, মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখ্যসচিবের মতে, বর্ষার এই সময়ে একের পর এক মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না । এটা নিয়ম করে বিদ্যুৎ দফতরকেই নজরদারি করতে হবে । দায়িত্ব নিয়ে দেখতে হবে পুলিশকেও । প্রয়োজনে পৌরসভাকেও পুলিশ এবং বিদ্যুৎ দফতরের সঙ্গে মিলিত ভাবে কাজ করতে হবে । দোষারোপ নয়, যাতে রাজ্যের কোনও নাগরিকের এই ধরনের দুর্ভাগ্যজনক মৃত্যু না হয়, তা নিশ্চিত করার কথাই বিদ্যুৎ দফতর, পুলিশ এবং পৌরসভাকে বলেছেন মুখ্যসচিব । তিনি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গোটা বিষয়টির উপরে নজর রাখছেন । প্রশাসনের তরফ থেকে যদি দেখা যায়, এ ক্ষেত্রে বিদ্যুৎ দফতর বা পৌরসভার গাফিলতি রয়েছে, তাহলে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন :Nabanna on Electrocution: পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, শহরের মৃত্যুফাঁদ রুখতে কড়া বার্তা নবান্নের