পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশালাকৃতির গাছ সরাতে হিমশিম পৌরনিগম, ময়দানে নামলেন মন্ত্রী - Amphan

আমফানের কারণে দুটি বাড়ির মাঝখানে আটকে পড়ে একটি বড় গাছ । ওই গাছটিকে সরাতে নাজেহাল অবস্থা পৌরনিগমের । অবশেষে গাছটিকে সরাতে মাঠে নামলেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 5:30 PM IST

কলকাতা, 27 মে : দুটি বাড়ির মাঝখানে অতি বিপজ্জনকভাবে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি গাছ । আমফান ঘূর্ণিঝড়ে পড়া এই গাছটিকে সরানো নিয়ে রীতিমত হিমশিম অবস্থা পৌরনিগমের । অবশেষে ওই গাছটিকে সরিয়ে বাড়ি দুটিকে মুক্ত করতে ময়দানে নামলেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস । কলকাতা পৌর নিগমের কমিশনার এবং দমকল দপ্তরের DG-কে সঙ্গে নিয়ে গাছটিকে সরিয়ে ফেলার জন্য যাবতীয় তদারকি করলেন তিনি ।


আমফানের প্রকোপে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের পিছনে 70 ফুট লম্বা ও 60 টন ওজনের একটি বিশাল গাছ দুটি বাড়ির মাঝখান পড়ে আটকে যায় । সেটিকে সরানো নিয়ে বাড়ি দুটির সদস্যরা ছাড়াও এলাকাবাসী তৎপর । কিন্তু এই কয়েকদিনে অনেক চেষ্টা করেও সেটিকে সরাতে ব্যর্থ হয়েছেন তাঁরা । নাজেহাল এলাকার মানুষজন । জানা গেছে, পৌরনিগমের তরফে গাছটিকে সরানোর চেষ্টা করা হয় । কিন্তু তা সরাতে পারেনি তারা ।

এরপরই গোটা বিষয়টি নজরে আসে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের । ওই গাছটিকে কীভাবে সরিয়ে বাড়ি দুটিকে মুক্ত করা যায় তার জন্য গতকাল নিজেই ময়দানে নামেন মন্ত্রী । কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, অগ্নিনির্বাপণ দপ্তরের DG সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থান তদারকি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁরই নির্দেশে আজ থেকে শুরু হবে বিশালাকৃতি গাছটিকে সরিয়ে বাড়ি দুটিকে মুক্ত করার কাজ।


ABOUT THE AUTHOR

...view details