কলকাতা, 8 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেননি বাংলার বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ৷ আসন্ন কলকাতা পৌরনির্বাচনেও বাম বা কংগ্রেস খুব ভাল কিছু করবে, এমন কথা অতি বড় অনুগামীর পক্ষেও বলা সম্ভব নয় ৷ তবে এরই মধ্যেই বাম-কংগ্রেসীদের কিছুটা অক্সিজেন দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যসোসিয়েশনের নির্বাচন (Bar Association Election 2021) ৷ নির্বাচনে অধিকাংশ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷ এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল, সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসুমল্লিক ৷
আরও পড়ুন :বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের
আদালত সূত্রে জানা গিয়েছে, বার অ্য়াসোসিয়েশনের নয় সদস্যের এগজিকিউটিভ কমিটিতে সাতটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ মাত্র দু'টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা ৷ অন্যান্য আসনের ক্ষেত্রে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সোনাল সিনহা এবং ওয়াসিম আহমেদ ৷ এছাড়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়দীপ বন্দ্যোপাধ্য়ায় ৷