পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লেদার কমপ্লেক্স এলাকা থেকে বাজেয়াপ্ত নকল মদ

এক স্পিরিট সংস্থার পদস্থ কর্মী লেদার কমপ্লেক্স থানায় নকল মদের বিষয়ে অভিযোগ করেন । অভিযোগ পেয়ে তল্লাশি চালায় পুলিশ ।

artificial liquor seized from leather complex police station area
লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে নকল মদ বাজেয়াপ্ত

By

Published : Nov 19, 2020, 9:41 AM IST

কলকাতা, 19 নভেম্বর : মদের দাম গত ছ'মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে । এই পরিস্থিতিতে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে নকল মদের কারবারীরা । গতকাল লেদার কমপ্লেক্স থানা এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর নকল মদের বোতল উদ্ধার করেছে পুলিশ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।

নয়ডার বাসিন্দা ইমরান আলি মণ্ডল দিন একটি স্পিরিট সংস্থার পদস্থ কর্মী । তিনি লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করেন, ওই এলাকায় নকল মদ তৈরি হচ্ছে । এই মদ্যপান করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর । যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে । রাজ্যে মদের দাম অত্যাধিক বেড়ে যাওয়াতেই এই ধরনের নকল মদের কারবারের বাড়বাড়ন্ত হয়েছে বলে মনে করছে পুলিশ ।

অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের ফুয়েল সেকশন তল্লাশি চালায় লেদার কমপ্লেক্স থানা এলাকায় । সেখানে উদ্ধার হয় বিভিন্ন নামী সংস্থার লেবেল দেওয়া মদের বোতল । নকল মদ দিয়ে সেসব ভরতি ছিল । পাশাপাশি উদ্ধার হয় 200টি খালি মদের বোতল । উদ্ধার হয় বোতলের ছিপি সহ অন্য সামগ্রী । ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে, আসল মদের অত্যাধিক দাম বাড়ানোর ফলে নকল মদের চাহিদা তৈরি হয়েছে । ঘটনায় সুনীল মণ্ডল নামে 45 বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় এই নকল মদ পাঠানো হত তা জানার চেষ্টা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details