পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Thanks Mamata জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর - Cattle Smuggling Case

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তবে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার আইনজীবী মারফত এই নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনুব্রত ৷ জানিয়েছেন, জানতাম দিদি পাশে থাকবেন ৷

arrested-tmc-leader-anubrata-mondal-thanks-mamata-banerjee-for-supporting-him
Anubrata Thanks Mamata জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর

By

Published : Aug 15, 2022, 4:51 PM IST

কলকাতা, 15 অগস্ট : রবিবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের সভা থেকে অনুব্রতকে নিয়ে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সোমবার আইনজীবী মারফত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানিয়ে দিলেন, ‘‘জানতাম দিদি পাশে থাকবেন ।’’

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি । প্রায় এক দশকের বেশি সময় ধরে বীরভূমের জেলা সভাপতি । দক্ষ সংগঠক বলে পরিচিত ৷ সবচেয়ে বড় কথা তাঁর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল বীরভূম জেলায় দাঁত ফোটাতে পারেনি । পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আইন আইনের পথে চলবে বললেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন অনুব্রতকে । সোমবার স্বাধীনতা দিবসের দিন আইনজীবীর মাধ্যমে তারই পালটা কৃতজ্ঞতা স্বীকার করলেন বীরভূমের এই দাপটে নেতা ।

ঠিক কী বলেছেন অনুব্রত! কী বলছেন তাঁর আইনজীবী ! এই মুহূর্তে সিবিআই (CBI) হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের সঙ্গে আদালতের নির্দেশে নিয়মিত দেখা করছেন তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা । এই দিনও তাঁর সঙ্গে দেখা করতে যান তিনি । বেশ কিছুক্ষণ অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলে বেরিয়ে তাঁর আইনজীবী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় অনেকটাই চাঙ্গা অনুব্রত মণ্ডল । এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ তিনি এই অবস্থাতেই সিবিআই হেফাজতে রয়েছেন তিনি ৷

আইনজীবী মারফতই অনুব্রত মণ্ডল দাবি করেছেন, তিনি নির্দোষ । সিবিআই অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করেছে । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তিনি জানতেন দলনেত্রী (মমতা) তাঁর পাশে থাকবেন । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকায় তিনি খুশি ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বোলপুরের নিচু পট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই । তার বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি । এই অবস্থাতে দল তাঁর প্রসঙ্গে কী ব্যবস্থা নেয়, সেদিকে গোটা রাজ্যের নজর ছিল । কিন্তু রবিবার বেহালায় অনুব্রতর পাশে থাকার বার্তা দেন মমতা । আর সেই বার্তায় অসুস্থ 'কেষ্ট'-র মনে যে বাড়তি উৎসাহের সঞ্চার হয়েছে, সে কথা ওইদিন জানিয়ে দিয়েছেন অনুব্রত রাজনীতি ।

আরও পড়ুন :পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

ABOUT THE AUTHOR

...view details