কলকাতা, 20 নভেম্বর : বারবার বয়ান বদল । তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল ধৃত ট্যাক্সিচালক উত্তম রাম । সোমবার ঘটনার পুনর্নির্মাণ করানোর সময়েও সে স্বীকার করেনি নির্যাতনের কথা । কিন্তু মঙ্গলবার স্বীকার করে নিয়েছে । পুলিশের দাবি, উত্তম যা বলেছে তাতে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হচ্ছে ৷ ফলে পঞ্চসায়রে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ধন্দ কেটে গেল অনেকটাই ।
তদন্তকারী অফিসার জানাচ্ছেন, উত্তম অপরাধের মানসিকতাতেই ছিল । সে কারণে নরেন্দ্রপুরের যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানকার CCTV এড়িয়ে যেতে চেয়েছে সে । আজ ফের তদন্তকারীরা ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে নিয়ে যায় ঘটনাস্থানে । আজ সে যে রুট দিয়ে নির্যাতিতাকে নিয়ে গেছিল তার স্পষ্ট বর্ণনা দেয় । ওই রাস্তার উপরেই আছে একটি ক্লাব । সেই ক্লাবে আছে CCTV ক্যামেরা । ওই CCTV-র ফুটেজ পেয়েছে পুলিশ । তবে তা ঘটনা ঘটিয়ে ফেরার সময়কার । তদন্তকারীদের মনে খটকা ছিল ৷ যাওয়ার সময়ের CCTV ফুটেজ পাওয়া গেল না কেন? আসলে উত্তম জানত ওই ক্লাবে CCTV ক্যামেরা আছে । আর তাই ক্লাবের পিছনের রাস্তা দিয়ে সে ঘুর পথে যায় । অনেক খানি ঘুরে দ্বিতীয় একটি সেতু দিয়ে পার হয় খাল তারপর ঘুরে আসে ওই ক্লাবের বিপরীত দিকের রাস্তায় । পুলিশের ধারণা, অপরাধের মানসিকতা ছিল তার । সে কারণেই এড়িয়ে যেতে চেয়েছিল CCTV ক্যামেরা ।