পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভাড়া নিয়ে বচসার জের, শ্লীলতাহানি করে বাস থেকে ধাক্কা যুবতিকে; গ্রেপ্তার কন্ডাক্টর - কলকাতা

বাসের ভাড়া নিয়ে শুরু হয় বচসা । এরপরই তাঁর গায়ে হাত দেয় কনডাক্টর । তারপর বাস থেকে ধাক্কা মারে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছএ কনডাক্টরকে

molestation at bus
বাসে যুবতিকে শ্লীলতাহানি

By

Published : Jan 16, 2020, 5:02 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : প্রথমে চলন্ত বাসে শ্লীলতাহানি । তারপর যুবতিকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কনডাক্টরের বিরুদ্ধে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই কনডাক্টরকে ।

লেকটাউনের বাসিন্দা রিয়া (নাম পরিবর্তিত) । গতকাল লেকটাউন থেকে বাগুইহাটি-হাওড়া রুটের 44 নম্বর বাসে ওঠেন তিনি । অভিযোগ, তাঁর থেকে বেশি ভাড়া চাইছিল কনডাক্টর । রিয়া জানায়, তাঁর যাত্রাপথের ভাড়া 7 টাকা । অথচ 9 টাকা ভাড়া চাইছিল কনডাক্টর । বিষয়টির প্রতিবাদ করেন তিনি । সেইসময় রেগে যায় কন্ডাক্টর । রিয়ার গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে । তারপর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের সামনে বাস আসতেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ।

এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন রিয়া । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কন্ডাক্টরকে গ্রেপ্তার করে । ধৃতের নাম সজল হালদার । বয়স 36 । রাজারহাটের নিউ কলোনির বাসিন্দা । তার বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ মোটর ভেহিকেলস অ্যাক্টের কয়েকটি ধারায় মামলা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details