শ্রমিক, পড়ুয়া ও পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী : রাহুল - return of workers
"যাঁরা দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে আটকে আছেন অন্তত তাঁদের আনার জন্য পদক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী যদি আমাদের থেকে কোনও সহযোগিতা চান রাজনৈতিক ভেদাভেদ ভুলে তা করা হবে । " বললেন রাহুল সিনহা ।
কলকাতা, 30 এপ্রিল: ভিনরাজ্যে রাজ্যের একাধিক শ্রমিক, পড়ুয়া ও পর্যটকরা আটকে রয়েছেন । তাঁদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, একটা নোডাল অফিসার নিয়োগ করে ভিনরাজ্যে আটকে থাকা মানুষকে নিজ নিজ রাজ্যে ফিরিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও সহযোগিতা লাগলে তা করতে আমরা প্রস্তুত আছি।"
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন, "সমস্ত দিক দিয়ে তো ব্যর্থতা দেখিয়েছেন অন্তত একটা কাজে সাফল্য পেয়ে দেখান। যাঁরা দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে আটকে আছেন অন্তত তাঁদের আনার জন্য পদক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী যদি আমাদের থেকে কোনও সহযোগিতা চান রাজনৈতিক ভেদাভেদ ভুলে তা করা হবে । "
রাহুলবাবু আবেদন জানিয়ে বলেন, বাংলার মানুষ ভিনরাজ্যে গিয়ে নানা কাজে আটকে পড়েছেন । মুখ্যমন্ত্রী যেন তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ করেন।