পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Arpita Mukherjee: পাড়ার পুজোর 75 বছর, জেলে বসে মন খারাপ অর্পিতার - তৃণমূল কংগ্রেস

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আপাতত তিনি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ৷ সেখানেই তিনি পাড়ার পুজোয় অংশ নিতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বলে খবর ৷

arpita-mukherjee-sad-that-she-will-not-be-present-in-local-durga-puja-75th-year-celebration
Arpita Mukherjee: পাড়ার পুজোর 75 বছর, জেলে বসে মন খারাপ অর্পিতার

By

Published : Sep 12, 2022, 7:24 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : পাড়ার দুর্গাপুজো (Durga Puja) সব বাঙালির কাছেই খুব গুরুত্বপূর্ণ ৷ আর সেই পুজো যদি বাড়ির উঠোনেই হয়, তাহলে তা দৈনন্দিন জীবনেরই অঙ্গ হয়ে যায় ৷ সেই মণ্ডপে পুজোর চারদিন যেতে না পারার কষ্ট সহ্য করা সত্যিই বড় কঠিন ৷ এই কষ্টই এখন পাচ্ছেন জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷

বেলঘরিয়ায় তাঁর বাড়ির উঠোনেই দুর্গাপুজো হয় ৷ নাম, দেওয়ান পাড়া সর্বজনীন দুর্গোৎসব ৷ ছোট থেকেই ওই পুজোর সঙ্গে জড়িয়ে অর্পিতা ৷ প্রতিবারই সেখানে উপস্থিত থাকেন তিনি ৷ কিন্তু এবার আর তা সম্ভব নয় ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আপাতত তাঁর ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার (Alipur Correctional Home) ৷

সেই কারণেই মন খারাপ অর্পিতার ৷ অন্তত সংশোধনাগার সূত্রে তেমনটাই জানা গিয়েছে ৷ ওই সূত্র বলছে, জেলের কয়েকজন সহ-বন্দির কাছে এবারের পুজোয় না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অর্পিতা ৷ জানা গিয়েছে, অর্পিতার পাড়ার পুজোর এবার 75 বছর৷ প্ল্যাটিনাম জুবিলি ৷ তাই জেলের বন্ধুদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি ৷

জুলাইয়ের শেষের দিকে গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্য়ায় ৷ তার পর থেকে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে ছিলেন টানা 13 দিন ৷ তার পর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ অর্পিতার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্য়ায়ও ৷ তিনিও এখন জেল হেফাজতে রয়েছেন ৷

তবে দু’জনে দু’টি জেলে ৷ পার্থর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ আর অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে ৷ জেল সূত্রে খবর, এই ক’দিনে জেলে বেশ কয়েকজন বন্ধু হয়েছে অর্পিতার ৷ এখন তাঁদের সঙ্গেই গল্প করে সময় কাটে তাঁর ৷ সেই গল্প-আড্ডার আসরেই পুজো নিয়ে মনখারাপের কথা শুনিয়েছেন তিনি ৷

বন্ধুদের জানিয়েছেন, প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন ৷ বলিউড থেকে কোনও সেলিব্রিটি এনে উদ্বোধনেরও ইচ্ছা ছিল তাঁর ৷ জুলাইয়ের শেষ পর্যন্ত পরিকল্পনামাফিক কাজও এগোচ্ছিল ৷ কিন্তু এখন সেসব অতীত ৷ তাই বিষন্নতা ছেয়েছে অর্পিতার মনে ৷

আরও পড়ুন :সংশোধনাগারেই থাকতে চাইছেন অর্পিতা, নেপথ্যে কী রহস্য ?

ABOUT THE AUTHOR

...view details