কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) নাম উঠে এসেছে অর্পিতা মুখোপাধ্যায়ের ৷ তাঁর কলকাতার বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে ৷ কিন্তু, কে এই অর্পিতা ? এ নিয়ে তোলপাড়া সোশ্যাল মিডিয়া ৷ জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় পেশায় মডেল তথা অভিনেত্রী ৷ যিনি একসময় ওড়িয়া এবং তামিল সিনেমায় কাজ করেছেন (Arpita Mukherjee Glamour Quotient of SSC Recruitment Scam is from Belgharia) ৷ বর্তমানে টলিউডেও তাঁর আনাগোনা শুরু হয়েছে ৷ এবার খোঁজ মিলল তাঁর বেলঘড়িয়ার বাড়ির ৷ যেখানে থাকেন অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় ৷
টালিগঞ্জের একটি বিখ্যাত পুজোর সঙ্গেও তিনি যুক্ত ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ছবি অন্তত তাই বলছে ৷ আর সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে পার্থকেও ৷ আর এটাই এই দু’জনের মধ্যে প্রাথমিক যোগসূত্র বলে মনে করা হচ্ছে ৷ এমনকি ওই দুর্গা পুজোর বিজ্ঞাপনে তাঁরই মুখ ব্যবহার করা হয়েছে ৷
সূত্রের দাবি, অর্পিতার কলকাতায় একাধিক সম্পত্তি রয়েছে ৷ যার কয়েকটির নথিও ইডি আধিকারিকরা পেয়েছেন ৷ তবে, বাঙালি এই অভিনেত্রীর শিকড় কোথায় ? এই প্রশ্নের উত্তর মিলেছে বেলঘড়িয়ার দেবানপাড়ার আব্দুল লতিফ স্ট্রিটের একটি বাড়িতে ৷ যেখানেই থাকেন অর্পিতার মা ৷