কলকাতা, 30 জুলাই : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) কাণ্ডে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পাসপোর্ট দেখে রীতিমতো হতবাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা । ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন ৷ আর বিদেশ ভ্রমণের জন্য তিনি বারবার বেছে নিয়েছেন থাইল্যান্ড (Thailand) এবং সিঙ্গাপুরকে (Singapore) ।
স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভাবাচ্ছে ইডির গোয়েন্দাদের ৷ তাঁদের প্রশ্ন, অর্পিতা মুখোপাধ্যায় কেন ঘুরতে যাওয়ার জন্য শুধুমাত্র থাইল্যান্ড এবং মালয়েশিয়াকেই (Malaysia) বেছে নিয়েছিলেন ? শনিবার সল্টেলেকের সিজিও কমপ্লেক্সের সাততলায় জেরার সময় অর্পিতাকে এই প্রশ্ন করেন গোয়েন্দারা ৷ ইডি সূত্রে খবর, কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (TMC Leader Partha Chatterjee) বান্ধবী ৷
ইডির গোয়েন্দাদের অনুমান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এসএসসি দুর্নীতির কাণ্ডের টাকা সরানোর জন্য ব্যবহার করা হয়েছে ৷ টাকার রাখতেই অর্পিতা বারবার সেখানে যেতেন ৷ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই ইডির কাছে দাবি করেছেন যে টাকার বিষয়ে তিনি কিছু জানতেন না ৷ সব টাকাই তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় রাখতেন ৷ ফলে প্রশ্ন উঠছে যে পার্থর নির্দেশেই কি বারবার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যেতেন অর্পিতা ? ইডি সূত্রে খবর, এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে ৷