পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে : মমতা - নবান্ন

আজ সকালে ভার্চুয়াল এই সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, সুন্দরবন, পাথরপ্রতিমা, গোসাবার একাধিক নদীর বাঁধ ভেঙে গ্রামগুলি ভেসে গিয়েছে ৷ দিঘা ও শংকরপুর সম্পূর্ণ ডুবে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উপকূলবর্তী এলাকায় প্রায় হাজারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে ৷

around-15-lakh-people-evacuated-from-the-coastal-districts-of-west-bengal-say-cm-mamata-banerjee
ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে; জানালেন মুখ্যমন্ত্রী

By

Published : May 26, 2021, 10:48 AM IST

Updated : May 26, 2021, 11:44 AM IST

কলকাতা, 26 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ প্রায় 150 কিলোমিটার গতিবেগে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি ৷ যার জেরে সাগরদ্বীপ, দিঘা সহ উপকূলবর্তী এলাকায় একের পর এক বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকতে শুরু করেছে ৷ আজ ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আজ সকালে ভার্চুয়াল এই সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, সুন্দরবন, পাথরপ্রতিমা, গোসাবার একাধিক নদীর বাঁধ ভেঙে গ্রামগুলি ভেসে গিয়েছে ৷ দিঘা ও শংকরপুর সম্পূর্ণ ডুবে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উপকূলবর্তী এলাকায় প্রায় হাজারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে ৷ ওই এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তা সত্ত্বেও নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : লাইভ : ওড়িশায় প্রবলবেগে আছড়ে পড়ল যশ, তাণ্ডব চলবে কয়েক ঘণ্টা

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যে প্রায় 20 হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যার মধ্যে শতাধিক কাঁচাবাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসন অনুমতি না দিলে উপকূলের বাসিন্দারা যেন তাঁদের বাড়িতে না যান ৷ পরিস্থিতি যাচাই করে প্রশাসন অনুমতি দিলেই বাসিন্দাদের গ্রামে ফেরার আবেদন করেছেন মুখ্য়মন্ত্রী ৷ এখনও পর্যন্ত প্রায় 15 লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বাকি কেউ আটকে পড়লে, তাঁদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ চালাচ্ছেন ৷

Last Updated : May 26, 2021, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details