কলকাতা, 26 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ প্রায় 150 কিলোমিটার গতিবেগে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি ৷ যার জেরে সাগরদ্বীপ, দিঘা সহ উপকূলবর্তী এলাকায় একের পর এক বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকতে শুরু করেছে ৷ আজ ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
আজ সকালে ভার্চুয়াল এই সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, সুন্দরবন, পাথরপ্রতিমা, গোসাবার একাধিক নদীর বাঁধ ভেঙে গ্রামগুলি ভেসে গিয়েছে ৷ দিঘা ও শংকরপুর সম্পূর্ণ ডুবে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উপকূলবর্তী এলাকায় প্রায় হাজারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে ৷ ওই এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তা সত্ত্বেও নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷