পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় ধৃত অস্ত্র পাচারকারী

কলকাতায় STF-এর হাতে গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র পাচারকারী৷

তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল

By

Published : Oct 19, 2019, 1:03 AM IST

Updated : Oct 19, 2019, 1:12 AM IST

কলকাতা, 19 অক্টোবর: দক্ষিণ দিনাজপুরের পুলিশের খাতায় সে কুখ্যাত পাচারকারী । জেলার ছোট বড় অপরাধী তো বটেই, সীমান্তের ওপারেও অস্ত্র পাচার করে সে । কিন্তু মুশকিল হল কলকাতা এসে ৷ হাতেনাতে খয়রুল আলম নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আলমের বাড়ি দক্ষিণ দিনাজপুর ।

আলম কলকাতায় অস্ত্র বেচতে আসবে, গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ মেয়ো রোডের কাছে অপেক্ষা করছিল তারা ৷ ফ্রেন্ড স্পোর্টিং ইউনিয়নের তাঁবুর কাছে প্রথমে আটক করা হয় ওই ব্যক্তিকে । তার ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল । আরও পাঁচটি অতিরিক্ত ম্যাগাজিনও বাজেয়াপ্ত করে পুলিশ । এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল

এই অস্ত্র সে কোথা থেকে পেল, কাকে অস্ত্র পাচার করা হচ্ছিল, জেরায় তা জানার চেষ্টা করছে পুলিশ । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

Last Updated : Oct 19, 2019, 1:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details