কলকাতা, 25 ফেব্রুয়ারি : বেলেঘাটার রাসবাগানে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম অর্ঘ্য কর্মকার ওরফে ফেলু। বাড়ি হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বিনোদবিহারী আঢ্য লেনে। তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে বেলেঘাটা এলাকার যে দুষ্কৃতী ওই অস্ত্র নিতে এসেছিল বেগতিক দেখে সে পালিয়ে যায়। CCTV ফুটেজ দেখে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
বেলেঘাটা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী
হাওড়া থেকে বেলেঘাটায় অস্ত্র বিক্রি করতে এসে অস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস জানার চেষ্টা করছে পুলিশ ।
বেলেঘাটার রাসবাগান এলাকায় অস্ত্রের হাতবদল হবে বলে পুলিশের কাছে আগেই খবর ছিল । সেইমতো নজরদারি চালানো হচ্ছিল। এর মধ্যেই পুলিশ জানতে পারে, ওই অস্ত্র কারবারির পরনে রয়েছে জিনস আর কালো টি-শার্ট । সেইমতো সোমবার মাঝরাতে আটক করা হয় ওই যুবক অর্ঘ্য কর্মকার ওরফে ফেলুকে । অস্ত্র উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস জানার চেষ্টা করছে পুলিশ ।
বেলেঘাটা অঞ্চলে বিভিন্ন সময়ে একাধিক এলাকায় গুলি চালনা কিংবা বোমাবাজির ঘটনা ঘটেছে । ওই এলাকায় রাজনৈতিক স্পর্শকাতরতা অত্যন্ত বেশি । পুলিশের কাছে খবর ছিল, বেলেঘাটা এলাকার উঠতি মস্তানের হাতে অস্ত্র তুলে দিতে আসছে ওই অস্ত্র কারবারি । আর আর এল মিত্র লেনে রাসবাগানে সাব-ইন্সপেক্টর হরনাথ মুখার্জির হাতে গ্রেপ্তার হওয়া ফেলুর হাওড়া বোটানিক্যাল গার্ডেন চত্বরে দাপিয়ে বেড়ায়। হাওড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অস্ত্র আইন এবং NDPS অ্যাক্টে মামলা রয়েছে । হাওড়া পুলিশ কমিশনারেট মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে তাকে খুঁজছিল । ফেলুকে জিজ্ঞাসাবাদ করে অনেক মামলার সমাধান করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ ।