পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Arjun Singh Delhi Visit : দিল্লি রওনার আগে সুর চড়ালেন অর্জুন - Arjun Singh to meet Piyush Goyal in Delhi

দিল্লিতে আজ বিকেলে পীযূষ গোয়েলের সঙ্গে রয়েছে বৈঠক ৷ ইতিমধ্যেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের সাংসদ (Arjun Singh Delhi Visit) ৷ কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জানালেন, আন্দোলনের হতেই পারে ৷ তবে আলোচনার রাস্তা খোলা থাকলে সেটাই ভাল ৷

Arjun Singh Delhi Visit News
দিল্লি রওনার আগে সুর চড়ালেন অর্জুন সিং

By

Published : May 12, 2022, 5:13 PM IST

কলকাতা, 12 মে : তলব পেয়ে দিল্লি রওনা দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh Delhi Visit) ৷ বৈঠক করবেন পীযূষ গোয়েলের সঙ্গে ৷ তবে তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের জানালেন, ললিপপ ধরিয়ে দিলেই তিনি দরবেন না ৷ আন্দোলনের তো হতেই পারে ৷ তবে আলোচনার রাস্তা খোলা থাকলে সেই রাস্তাতেই হাঁটা ভাল ৷

এদিন 12টার সময় খবর এসেছে তাঁকে দিল্লি যেতে হবে ৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিকেলে বৈঠক রয়েছে ৷ তার জন্যই সাংসদের তড়িঘড়ি রওনা ৷ জানালেন, কাল কোর্ট অর্ডার হয়েছে ৷ তার উপরেই ভিত্তি করে আজকের এই মিটিং ৷ অর্জুন জানান, তিনি আশাবাদী ৷ কেন্দ্রের সুর কিছুটা নরম হয়েছে ৷ যদি কিছু চাষি-শ্রমিক ইন্ডাস্ট্রির জন্য কিছু হয়, তার জন্য কেন্দ্রের সুর নরম হওয়াটাই ভাল ৷ সাংসদ বলেন, "এখানে তো কোনও ইগোর ব্যাপার নেই ৷"

বিমানে ওঠার আগে সংবাদমাধ্যমের সামনে এদিন অর্জনকে খানিক কড়া শোনাল ৷ বলেন, "এখনও বলছি, ললিপপ দিলে কিছু হবে না ৷ সঠিক সিদ্ধান্ত নিতে হবে ৷ সঠিকভাবে বলতে হবে ৷ সঠিক এগ্রিমেন্টে যেতে হবে ৷ শ্রমিক কীভাবে বাঁচবে, চাষি কীভাবে বাঁচবে- তা ভাবতে হবে ৷ আমাকে ওখানে ডেকে কিছু বুঝিয়ে দিলেন কিন্তু আসলে কিছু হল না- তাহলে মানুষ আমাকে তো ক্ষমা করবেন না ৷ আমি দিল্লিতে থাকি না ৷ আমি সব সময় এলাকায় থাকি ৷ আমাকে এলাকার মানুষকে নিয়ে চলতে হবে ৷ আমি দিল্লিবাসী এমপি হওয়ার বিশ্বাসী নই ৷"

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি ব্যারাকপুরের সাংসদ

অর্জুন কী অন্য কোনও পদক্ষেপ করবেন ? সাংসদ বলেন, "আগে থেকে বিড়াল যদি রাস্তা কেটে দেয় তার জন্য কি যাত্রাভঙ্গ করে দেওয়া যায় ? এরকম আমি বিশ্বাস করি না ৷ বিড়াল যতই রাস্তা কাটুক তাতে কিছু যায় আসে না ৷ মানুষের ভাল হলে ভাল ৷ দেখুন আন্দোলনের রাস্তা তো খোলাই আছে ৷ তবে আলোচনার যতক্ষণ চলছে, চলা উচিত ৷ আলোচনায় সমস্যার সমাধান হলে সব থেকে ভাল ৷ লড়াইয়ের পথ তো আছেই ৷ লড়াই তো অনেক লোক অনেকদিন ধরে করছে ৷ কিছু তো হচ্ছে না ৷ আজকে আলোচনার একটা জায়গায় পৌঁছনো হয়েছে ৷ দু'টো ইস্যুতেই কোর্ট অর্ডার পক্ষে আছে ৷ তারপরও সরকারের না মানার তো কিছু নেই ৷ মেনে নেওয়া উচিত বলে আমার মনে হয় ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : আগামিদিনে রাজ্যে হতে পারে 46টি জেলা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details