কোরোনা পরিস্থিতি ও বেহাল অর্থনীতির মধ্যেও বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু করল ওয়েল অ্যান্ড ন্যাচেরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)। অ্যাপ্রেনটিসিস জবের জন্য বিভিন্ন পদে মোট 4,182টি শূন্য আসনে কর্মী নিয়োগ করা হবে।
1. আসন সংখ্যা :মোট 24টি পদে 4,182টি আসনে কর্মী নিয়োগ হবে। দেরাদুন, দিল্লি, যোদপুর, মুম্বই, গোয়া, হাজ়িরা, উড়ান, কম্বে, ভাদোদরা, অকেলেশ্বর, আমেদাবাদ, মেহসানা, জোরহাট, শিলচর, নাজ়িরা ও শিবসাগর, চেন্নাই, কাকিনন্দা, করাইকাল,আগরতলা ও কলকাতার জন্য নিয়োগ করা হবে।
2. শিক্ষাগত যোগ্যতা :এই পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি বা ITI বা ডিপ্লোমা থাকতে হবে। বিস্তারিত জানতে ONGC-র (www.ongcindia.com) অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
3. বয়সসীমা : আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে।