কলকাতা, 19 ফেব্রুয়ারি : কিছুদিন আগেই 2021 সালের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (WBJEE) দিন ঘোষণা করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। এবার সেই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা করল বোর্ড। আগামী 23 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।
2021 সালের WBJEE পরীক্ষার ইনফরমেশন বুলেটিন প্রকাশ করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে সূচি। সেই সূচি অনুযায়ী, 23 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। অনলাইনে সংশোধন ও সংশোধিত কনফার্মেশন পেজ ডাউনলোড করার কাজ চলবে 24 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। 6 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। 11 জুলাই সকাল 11টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথমপত্র ও দুপুর দু’টো থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।