কলকাতা, 5 সেপ্টেম্বর : গুরুতর অসুস্থ নির্মল মাজির জন্য উদ্বিগ্ন চিকিৎসকেরা। অপারেশনের আগে 5 বোতল রক্ত প্রস্তুত রাখতে উদ্যোগী হয়েছেন তাঁরা। এই রক্ত সংগ্রহের জন্য দ্বারস্থ হয়েছেন সোশাল মিডিয়ায়। O + গ্রুপের রক্ত চেয়ে নির্মল মাজির শুভাকাঙ্ক্ষীদের কাছে রক্তদানের জন্য আবেদন জানানো হয়েছে।
গতকাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত অসুখ নিয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভরতি রয়েছেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী। 8 সদস্যের মেডিকেল বোর্ড বসানো হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার মাথায় অস্ত্রপচার হতে পারে তাঁর। তবে বর্তমানে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। অপারেশন আগে কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। আগেভাগে 5 বোতল রক্ত প্রস্তুত করে রাখার জন্য উদ্যোগী হয়েছেন তাঁরা। এই মর্মে রক্ত চেয়ে সোশাল মিডিয়ায় নির্মল মাজির শুভাকাঙ্ক্ষী ও দলীয় সদস্যদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন ডাক্তার কৃষ্ণা বসু চৌধুরি । O + গ্রুপের রক্ত চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।
গুরুতর অসুস্থ নির্মল মাজির জন্য 5 বোতল রক্ত চেয়ে সোশাল মিডিয়ায় আবেদন
রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাজির জন্য O + গ্রুপের রক্ত চেয়ে তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছে রক্তদানের জন্য আবেদন করা হলো ৷ ডাক্তার কৃষ্ণা বসু চৌধুরি সোশাল মিডিয়ায় নির্মল মাজির শুভাকাঙ্ক্ষী ও দলীয় সদস্যদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন।
নির্মল মাজি
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, " আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতার শুভাকাঙ্খীদের কাছে, আগামীদিনে নির্মলদার সম্ভাব্য অস্ত্রোপচার করার আগে 5 বোতল (O +) রক্ত প্রয়োজন। কমপক্ষে 60 কেজি ওজন বিশিষ্ট শারীরিকভাবে সুস্থ একজন রক্ত দাতা লাগবে। যদি স্বহৃদয় আমাদের সদস্য কেউ ইচ্ছুক থাকেন, তাহলে কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করবেন। "এর জন্য একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। ফোন নম্বরটি হলো 9830303824