কলকাতা, 25 অগস্ট : 15 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ ক্যাপ (App Cab) পরিবহণ সংক্রান্ত এগ্রিগেটর আইন (Aggregator Law) চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে চালক ও মালিকপক্ষ । চরম হুঁশিয়ারি দিল কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন (Kolkata App Cab Union) । তারা আজ, বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Transport Minister Snehasis Chakraborty) সঙ্গে দেখা করে তাঁকে ডেপুটেশন জমা দিয়ে তাদের বক্তব্য জানায় ।
একই সঙ্গে মন্ত্রীর কাছে তারা চড়া হারে কমিশন কেটে নেওয়া-সহ জ্বালানির অগ্নিমূল্য নিয়েও সরব হয়েছেন ৷ তাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে । এই যন্ত্রণার সঙ্গে দোসর হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির শোষণ । লাগাতার আন্দোলন বিক্ষোভ মিছিল করা সত্ত্বেও টনক নড়েনি সংস্থাগুলির ।
সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "গত 6 এপ্রিল রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim), পরিবহণ সচিব, অ্যাপ ক্যাব সংস্থা ও রাজ্যের বিভিন্ন চালক সংগঠনগুলির সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় । সেই সভাতে এগ্রিগেটর আইনের খসড়া নিয়ে আলোচনা হয় । এই আইনে অপারেটর, চালক ও যাত্রী সুরক্ষা নিয়ে আলোচনা হয় । এগ্রিগেটরদের কমিশন জিএসটি-সহ 20 শতাংশ হিসেবে নির্দিষ্ট হয় ।’’