পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"দু'পয়সার প্রেস", সমালোচনার মুখে "সঠিক মন্তব্য"-র জন্য ক্ষমাপ্রার্থী মহুয়া মৈত্র - Mahua Moitra

রবিবার নদিয়ার গয়েশপুরে কর্মীসভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । পরে সভায় সাংবাদিকদের দেখে রেগে যান তিনি । কর্মীদের উদ্দেশে বলেন, "দু'পয়সার সাংবাদিকদের কেন ডাকা হয়েছে ?"

TMC MP Mahua Moitra
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

By

Published : Dec 7, 2020, 10:01 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : "দু'পয়সার প্রেস" । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই নিন্দার ঝড় বয়ে গেছে । এই অবস্থায় আজ টুইট করে ক্ষমা চাইলেন তিনি । তবে নিজের মন্তব্য থেকে যে সরেননি, তা-ও টুইটে স্পষ্ট । লিখলেন, "সঠিক মন্তব্য"-র জন্য তিনি ক্ষমাপ্রার্থী ।

আরও পড়ুন : নদিয়ার তৃণমূল সভাপতির দায়িত্বে মহুয়া

নদিয়ার গয়েশপুরে গতকাল তৃণমূলের কর্মীসভা ছিল । সাংসদ সেখানে পৌঁছাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় । সেযাত্রা বচসা থামিয়ে মহুয়া দলীয় কর্মীদের নিয়ে বৈঠক সারেন । সেইসময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে কার্যত মেজাজ হারান তৃণমূল এই সাংসদ । বলেন, "দু'পয়সার প্রেসকে কে ভিতরে ডেকেছে? কর্মীদের বৈঠকে প্রত্যেকে টিভিতে মুখ দেখাতে ব্যস্ত । প্রেসকে সরিয়ে দিন ।" মহুয়ার এই মন্তব্য পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । যার জেরে নিন্দার ঝড় বয়ে যায় । একে একে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী মহুয়ার মন্তব্যের প্রতিবাদ জানান ।

গতকাল গয়েশপুরে সংবাদমাধ্যমকে 2 পয়সার প্রেস বলেন সাংসদ মহুয়া মৈত্র

যদিও এই ঘটনায় বিচলিত নন মহুয়া । গয়েশপুরের সভা শেষে সংবাদমাধ্যমকে বলেন, "আমি এই ধরনের কথা বলিনি । আমার কথা রেকর্ড করা হচ্ছিল । সেই প্রসঙ্গে বলেছি । দলের কর্মীদের বলেছি, সংবাদমাধ্যমকে নয় ।" সোমবার বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হতে পরে সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন সাংসদ । একটি মিম তৈরি করে লেখেন, "দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমপ্রার্থী ।" একইসঙ্গে তিনি লিখেছেন, "আমার মিম সম্পাদনার দক্ষতা ক্রমশই উন্নতি হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details