কলকাতা, 14 জুন : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে অপর্ণা সেন, কৌশিক সেন থেকে শুরু করে সমাজের বিশিষ্টরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপর্ণা সেনদের আবেদন, NRS-এ আসুন, চিকিৎসকদের পাশে দাঁড়ান, তাঁদের কথা শুনুন । কৌশিক সেনের মন্তব্য, চিকিৎসা খাতে আরও বেশি আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার ।
তিনদিন ধরে চলা স্বাস্থ্য অচলাবস্থা কাটাতে আজ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায়রা । তাঁরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন । তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন । অপর্ণা সেন বলেন, "মুখ্যমন্ত্রী শুধু রোগীদের নন, তিনি চিকিৎসকদেরও মুখ্যমন্ত্রী । তিনি মায়ের মতো । বর্তমানে চলতে থাকা পরিস্থিতি সহানুভুতির সঙ্গে বিবেচনা করা উচিত তাঁর ।" একই সঙ্গে তিনি বলেন, "মনে রাখতে হবে যারা ডাক্তারি করে তাঁরা উচ্চ মেধার ছাত্র । তাঁরা যখন কোনও আন্দোলন করছেন নিশ্চয় তার যৌতিকতা আছে । দেখতে হবে এই ছাত্রদের যাতে রাজ্যের বাইরে যেতে না হয় । একবার 'সরি' বললে লজ্জার কী আছে ? এতে আপনার জনপ্রিয়তা একটুও নষ্ট হবে না ।"
কৌশিক সেন অনেকটা নিজ ভঙ্গিতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন । যেভাবে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই প্রসঙ্গটিকে কটাক্ষ করেন কৌশিক । বলেন, "এনাফ ইজ় এনাফ । ক্লাবগুলোকে আমরা টাকা দিয়ে দানছত্র করি কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিই না ।" একই সঙ্গে তিনি আবেদন জানান, প্রয়োজনে শিল্পীদের অনুদান বন্ধ রেখে চিকিৎসা খাতে অনুদান বাড়াক রাজ্য সরকার ।