পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 19, 2019, 10:01 AM IST

Updated : Aug 19, 2019, 10:08 AM IST

ETV Bharat / city

"ম্যাডাম CM দোষীদের শাস্তি দিন", পার্শ্বশিক্ষকদের হেনস্থার ঘটনায় টুইট অপর্ণার

পার্শ্বশিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

পার্শ্বশিক্ষক ইশুতে প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

কলকাতা, 19 অগাস্ট : সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ । রেয়াত করা হয়নি মহিলাদেরও। এই ইশুতেই প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

পার্শ্বশিক্ষকদের হেনস্থার ঘটনা নিয়ে টুইট করে অপর্ণা লিখেছেন, ''পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্থা করা হচ্ছে । রাজ্য সরকার কী করছে?'' অপর্ণা লিখেছেন, তিনি এই মুহূর্তে এখন শহরে নেই । নইলে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন তিনি । তবে তিনি শিক্ষকদের পাশে রয়েছেন ৷ তিনি চিন্তিত ৷

অপর্ণা সরাসরি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে ৷ টুইটে তিনি লিখেছেন, “ম্যাডাম CM, দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠিন শাস্তি দেওয়া এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব ।”

গত শুক্রবার সল্টলেকে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা । তাঁদের অভিযোগ, সেখানেই পুলিশ তাঁদের যথেষ্ট হেনস্থা করে । এরপর শনিবার কল্যাণীতে মেন স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে তাঁরা অবস্থানে বসেন । কিন্তু সন্ধ্যায় পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ ।

নন্দীগ্রাম-সিঙ্গুর থেকে দেশজুড়ে পিটিয়ে মারার ঘটনা, জুনিয়র চিকিৎসকদের হেনস্থা প্রতিটি ইশুতেই সরব হয়েছেন অপর্ণা সেন-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ৷ ভাটপাড়ায় রাজনৈতিক হিংসার পরিস্থিতি নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা । সেখানে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা ৷ কথা বলেছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে ৷

Last Updated : Aug 19, 2019, 10:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details