পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 24, 2019, 7:42 AM IST

ETV Bharat / city

'ঘরের ছেলেকে বলো', পোস্টার শুভ্রাংশুর

কোনও সমস্যা হলে ফোন করুন ৷ এবার সাধারণের সাহায্যে পোস্টার বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের ৷ পোস্টারে লেখা 'ঘরের ছেলেকে বলো'

এই পোস্টার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়

কলকাতা ও বীজপুর, 24 অগাস্ট : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন কিছুদিন আগে ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো' পালটা 'ঘরের ছেলেকে বলো' পোস্টার বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের ৷

বীজপুর-কাঁচরাপাড়ায় জুড়ে এই পোস্টার পড়েছে ৷ সেখানে বীজপুরের বিধায়কের ফোন নম্বর এবং মেইল আইডি দেওয়া রয়েছে ৷ যেকোনও সমস্যা ও মতামতের জন্য ফোন করতে বলা হয়েছে ৷ বীজপুরের যেসব জায়গায় তৃণমূল 'দিদিকে বলো' পোস্টার দিয়েছে, তার পাশাপাশিও শুভ্রাংশুর পোস্টার দেওয়া হয়েছে ৷

এর আগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং 'হাত বাড়ালেই বন্ধু' নামে অ্যাপ এনেছেন ৷ ওই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করতে চান ব্যারাকপুরের সাংসদ ৷ দিদিকে বলো নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ''দিদিকে বলে কোনও লাভ নেই । দিদিকে আর কত বলবে মানুষ । সব জায়গায় কাটমানি দিতে হচ্ছে । দিদিকে বললে সেই কাটমানির টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে । তাই দিদিকে বলে কোনও লাভ নেই ৷''

অর্জুনের মতো অবশ্য মমতাকে আক্রমণ করলেন না মুকুলপুত্র শুভ্রাংশু রায় ৷ বলেন, "আমি 365 দিনই এলাকার বাসিন্দাদের সঙ্গে থাকি । তবে এলাকার মানুষ যাতে আমার সঙ্গে তাদের সুখ-দুঃখের কথা শেয়ার করে তার জন্যই এই পোস্টার ৷"

ABOUT THE AUTHOR

...view details