পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anupam Hazra: সুকান্তর কোনও ব্যক্তিত্ব নেই, তিনি অন্যের হাতের পুতুল ! বেনজির আক্রমণ অনুপমের

বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বেনজির আক্রমণ দলের জাতীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) ৷ সুকান্তকে অন্যের হাতের পুতুল বলে সম্বোধন ! চিন্তন শিবিরের পরই প্রকাশ্য়ে রাজ্য়ের প্রধান বিরোধী দলের অন্দরের কোন্দল ৷

Anupam Hazra slams Sukanta Majumdar as describes him a puppet controlled by others
Anupam Hazra: সুকান্তর কোনও ব্যক্তিত্ব নেই, তিনি অন্য়ের হাতের পুতুল ! বেনজির আক্রমণ অনুপমের

By

Published : Sep 1, 2022, 8:15 PM IST

Updated : Sep 1, 2022, 8:20 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: আবারও প্রকাশ্যে বঙ্গ বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব ৷ বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বিজেপি-র জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) ৷ তাঁর অভিযোগ, সুকান্তর নিজের কোনও ব্যক্তিত্ব নেই ! অথচ, যেকোনও রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দৃঢ় ব্যক্তিত্ব থাকা জরুরি ৷ কিন্তু, সুকান্তর আচরণ পুতুলের মতো ৷ তিনি সর্বদা অন্য়ের নিয়ন্ত্রণে চলেন !

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেওয়া অনুপম হাজরা আজতে বীরভূমের বাসিন্দা ৷ এদিকে, গরুপাচার কাণ্ডের (West Bengal Cattle Smuggling Case) জেরে বর্তমানে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় সংবাদমাধ্যম, সর্বত্রই বোলপুর তথা বীরভূমকে নিয়ে চর্চা চলছে ৷ গরুপাচারের প্রতিবাদে বোলপুরে একটি মিছিলও করেছে বিজেপি ৷ সেই মিছিলের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার ৷ অথচ, অনুপম হাজরাকে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণই জানানো হয়নি ! সূত্রের দাবি, এই কারণেই দলের রাজ্য সভাপতির উপর চটেছেন অনুপম ৷

আরও পড়ুন:বিজেপি জিতলে সরকার গড়ে, হারলেও সরকার গড়ে, বিস্ফোরক অনুপম

অন্যদিকে, সদ্য শেষ হয়েছে বিজেপি-র তিনদিনের চিন্তন শিবির ৷ সেই শিবিরে বঙ্গ বিজেপি-র নেতানেত্রীদের একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় প্রতিনিধিরা তাঁদের বুঝিয়ে দিয়েছেন, আগামী বছরের পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election 2023) রাজ্যজুড়ে পদ্ম ফোটানোই এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য ৷ আর সেই লক্ষ্য পূরণ করতে হলে একজোট হয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই ৷ অথচ, সেই শিবির শেষ হতে না-হতেই ফের জনসমক্ষে চলে এল বিজেপি-র ঘরের কোন্দল ৷

বৃহস্পতিবার সুকান্ত মজুদার প্রসঙ্গে অনুপম হাজরা বলেন, "একটি রাজনৈতিক দল চালানোর জন্য যে ব্যক্তিত্ব থাকা দরকার, সুকান্ত মজুমদারের তা নেই ৷ তিনি কেবলমাত্র একজন পুতুল, যাঁকে অন্যরা নিয়ন্ত্রণ করেন ৷ এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার ৷ তিনি যদি সকলকে নিয়ে চলতে না পারেন এবং দলে গোষ্ঠী সংস্কৃতি শুরু করেন, তাহলে তিনি দলের কোনও কাজেই আসবেন না ৷"

অনুপমের অভিযোগ, সুকান্ত মজুমদারের কোনও বিষয়েই নিজস্ব কোনও অবস্থান নেই ৷ তাঁকে যা বলা হয়, তিনি শুধুমাত্র সেই আজ্ঞাটুকু পালন করেন ৷ অনুপমের সাফ কথা, সুকান্তর নেতৃত্বে পারদর্শিতার অভাব রয়েছে বলেই বিজেপি একের পর এক উপনির্বাচনে হারছে ৷ এমনকী, এরকম চলতে থাকলে তাঁদের দল কোনও দিনই বাংলায় 200টি আসন জিততে পারবেন না বলেও আশংকা প্রকাশ করেছেন অনুপম ৷

Last Updated : Sep 1, 2022, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details