পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা - west bengal

কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। রাজীব কুমারকে ADG-CID পদে পাঠানো হয়েছে।

Breaking News

By

Published : Feb 19, 2019, 3:02 PM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। তিনি রাজীব কুমারের জায়গায় এলেন।

রাজীব কুমারের জায়গায় কে আসবেন, তা নিয়ে একাধিক নাম উঠে এসেছিল। তারা হলেন সুধীর মিশ্র, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিং ও সঞ্জয় মুখোপাধ্যায়। তবে রাজ্যের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা সুধীর মিশ্র এবং ADG আইন-শৃঙ্খলা অনুজ শর্মার দিকেই পাল্লা ভারী ছিল। শেষপর্যন্ত মমতা ঘনিষ্ঠ অনুজ শর্মাকেই পুলিশ কমিশনার করা হল। রাজ‍্য পুলিশের ADG আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অনুজ শর্মা। তিনি IPG আইন-শৃঙ্খলা এবং IG কোস্টাল সিকিউরিটির দায়িত্বে ছিলেন। রাজীব কুমারকে ADG-CID পদে পাঠানো হয়েছে। অন্যদিকে সিদ্ধিনাথ গুপ্তা ADG আইন-শৃঙ্খলা হয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details