কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। তিনি রাজীব কুমারের জায়গায় এলেন।
কলকাতার নতুন পুলিশ কমিশনার অনুজ শর্মা - west bengal
কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। রাজীব কুমারকে ADG-CID পদে পাঠানো হয়েছে।
রাজীব কুমারের জায়গায় কে আসবেন, তা নিয়ে একাধিক নাম উঠে এসেছিল। তারা হলেন সুধীর মিশ্র, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিং ও সঞ্জয় মুখোপাধ্যায়। তবে রাজ্যের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা সুধীর মিশ্র এবং ADG আইন-শৃঙ্খলা অনুজ শর্মার দিকেই পাল্লা ভারী ছিল। শেষপর্যন্ত মমতা ঘনিষ্ঠ অনুজ শর্মাকেই পুলিশ কমিশনার করা হল। রাজ্য পুলিশের ADG আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অনুজ শর্মা। তিনি IPG আইন-শৃঙ্খলা এবং IG কোস্টাল সিকিউরিটির দায়িত্বে ছিলেন। রাজীব কুমারকে ADG-CID পদে পাঠানো হয়েছে। অন্যদিকে সিদ্ধিনাথ গুপ্তা ADG আইন-শৃঙ্খলা হয়েছেন।