পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাজে ছেলে, বোলপুর থেকে তাড়িয়েছি; অনুপমকে আক্রমণ অনুব্রতর - jadavpur

আজ বারুইপুরে মিমির সমর্থনে জনসভা করেন অনুব্রত । সেখানেই নাম না করে BJP প্রার্থী অনুপম হাজরাকে আক্রমণ করেন তিনি ।

অনুব্রত মণ্ডল

By

Published : May 13, 2019, 11:04 PM IST

Updated : May 14, 2019, 12:04 AM IST

বারুইপুর, 13 মে : "একটা বাজে ছেলেকে বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি । এবার এখানে এসে ভোটে দাঁড়িয়েছে । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে ।" নাম না করে BJP প্রার্থী অনুপম হাজরাকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল ।

আজ বারুইপুরে মিমির সমর্থনে জনসভা করেন অনুব্রত । অনুপমকে আক্রমণ করে তিনি বলেন, "একটা বাজে ছেলে এখানে দাঁড়িয়েছে । আমি বোলপুর আসন থেকে ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছি । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে । উপায় নেই । তিন থেকে সাড়ে তিন লাখ ভোটে হারবে । জীবনে মানুষের উপকার করেনি, মানুষের পাশে কোনওদিন দাঁড়ায়নি । মানুষ ভোট দিয়ে দেবে ? ভুলেও একটা ভোট BJP-কে দেবেন না । এই পাত্রটা ভালো নয়, অতি বাজে পাত্র, কাজে লাগবে না ।"

শুনুন বক্তব্য

আজ যাদবপুর কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর স্টেশন সংলগ্ন মাঠে জনসভার আয়োজন করা হয় । অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, বিধায়িক বৈশালী ডালমিয়া ।

Last Updated : May 14, 2019, 12:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details