কলকাতা, 31 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) গ্রেফতার হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে টানাহ্যাঁচড়া চলছে ৷ বীরভূম থেকে কলকাতা, কলকাতা থেকে আসানসোল, আবার আসানসোল থেকে কলকাতা ! এভাবেই অনুব্রতকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কার্যত ছুটে বেড়াচ্ছেন সিবিআই (CBI) গোয়েন্দারা ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতায় আনা হবে অনুব্রতকে ৷ একই দিনে তাঁকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করা হবে ৷ তবে, তাঁর এই হাজিরার সঙ্গে বর্তমান গরুপাচার কাণ্ডের কোনও সম্পর্ক নেই ৷ বস্তুত, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোটের (Mangalkot) একটি পুরনো মামলায় বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে অনুব্রতকে ৷
প্রসঙ্গত, গরু পাচার মামলায় দুই দফায় মোট 14 দিন সিবিআই হেফাজতে কাটিয়েছেন অনুব্রত ৷ এখন তিনি রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে ৷ বীরভূমের দাপুটে তৃণমূল নেতার বর্তমান ঠিকানা পশ্চিম বর্ধমানের আসানসোল সংশোধনাগার ৷ বৃহস্পতিবার সেখান থেকেই বিধাননগরের আদালতে নিয়ে আসা হবে অনুব্রতকে ৷
আরও পড়ুন:জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে