পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal নিজাম প্যালেসে আনা হল অনুব্রতকে, রবিবার থেকে ফের জেরা - Anubrata Mondal taken to Nizam Palace from Asansol

শনিবার রাত আটটা নাগাদ আসানসোল থেকে কলকাতার নিজাম প্যালেসে অনুব্রতকে নিয়ে আসে সিবিআই (Anubrata Mondal at Nizam Palace) ৷ সূত্রের খবর, তাঁকে নিজাম প্যালেসের 15 তলায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চে লকআপে রাখা হয়েছে ৷

Anubrata Mondal CBI Custody
ETV Bharat

By

Published : Aug 20, 2022, 8:56 PM IST

Updated : Aug 20, 2022, 10:00 PM IST

কলকাতা, 20 অগস্ট: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) শনিবারই আরও চার দিনের সিবিআই হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal in CBI Custody) ৷ আসানসোলে সিবিআই'য়ের বিশেষ আদালত এদিন এই নির্দেশ দেয় ৷ এরপরেই শনিবার রাত আটটা নাগাদ আসানসোল থেকে কলকাতার নিজাম প্যালেসে অনুব্রতকে নিয়ে আসে সিবিআই (Anubrata Mondal in Nizam Palace) ৷ সূত্রের খবর, তাঁকে নিজাম প্যালেসের 15 তলায় অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে লকআপে রাখা হয়েছে ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন আর জেরা করা হয়নি অনুব্রত মণ্ডলকে ৷ সারাদিনে কলকাতা থেকে আসানসোল, ফের আসানসোল থেকে কলকাতায় ফেরার ধকলের জন্যই এদিন আর তাঁকে জেরা করেননি তদন্তকারী আধিকারীকরা ৷ তবে রবিবার তাঁকে ফের জেরা করা হতে পারে ৷

উল্লেখ্য, শনিবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় গরুপাচার মামলায় ধৃত বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ 24 অগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ উল্লেখ্য, গত 11 অগস্ট গরুপাচার মামলায় (cattle smuggling Case) বীরভূমে বাড়ি থেকে সিবিআই'য়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । এরপর সেদিনই তাঁকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় । সেদিন বিচারক তাঁকে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । সেই মেয়াদ শেষে শনিবার অনুব্রতকে পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় ।

আরও পড়ুন: অনুব্রতর সমর্থনে আদালত চত্বরে তৃণমূলের জয় বাংলা স্লোগান, কড়া প্রতিক্রিয়া সুজনের

এদিনের সওয়াল-জবাবে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন । তাঁরা দাবি করেন গত 10 দিন ধরে হেফাজতে নেওয়ার পরেও উল্লেখযোগ্য তেমন কোনও সিজার লিস্ট সিবিআই আদালতে জমা করতে পারেনি । অর্থাৎ অনুব্রতর কাছ থেকে এমন কিছু পাওয়া যায়নি । তাই তাঁকে জামিন দেওয়া হোক ৷ অন্যদিকে, সিবিআই-এর আইনজীবীরা অনুব্রতকে প্রভাবশালী দাবি করে তাঁর জামিনের বিরোধিতা করেন ৷ সবদিক বিচার করে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে অনুব্রতর চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Last Updated : Aug 20, 2022, 10:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details