কলকাতা, 10 অগস্ট:ফের সিবিআই-এর হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal skips CBI summon)। বোলপুরে বাড়িতেই রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসাধীন তিনি । এই নিয়ে 11 বার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷ গরু পাচার কাণ্ডে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে আজ দেখা করেন অনুব্রতর আইনজীবীরা । জানা গিয়েছে, তাঁরা বেশ কিছুদিন সময় চেয়েছেন সিবিআই-এর কাছে । কিন্তু আদৌ সিবিআই অনুব্রত মণ্ডলকে সময় দেবে কি না সেটি এখনও বিচার্য ব্যাপার বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ।
অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঠিক কী প্রকার রয়েছে তা বোঝাতে এ দিন তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতাল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দুটি প্রেসক্রিপশন সিবিআই-এর কাছে জমা দিয়েছেন । এসএসকেএম হাসপাতালের তরফ থেকে যে প্রেসক্রিপশন করা হয়েছিল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে প্রেসক্রিপশন তার মধ্যে কী বৈষম্য রয়েছে এবং গোটা ব্যাপারটি খতিয়ে দেখার জন্য এ বার অন্যান্য চিকিৎসকদের সঙ্গেও কথা বলবে সিবিআই ।
পাশাপাশি আসানসোল বিশেষ আদালতে সিবিআই-এর তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হতে পারে যে, অনুব্রত মণ্ডলকে দশবার তলব করার পরেও তিনি মাত্র একবার তাও আবার এক ঘণ্টার জন্য সিবিাআই-এর মুখোমুখি হয়েছেন । এ দিকে, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বিরুদ্ধে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসানসোল বিশেষ আদালতে পেশ করেছে সিবিআই, সেই চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে । ফলে এমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ ফলে এ বার কি সিবিআই আদালতের দ্বারস্থ হয়ে তাদের দাবিদাওয়া জানাবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন ।