কলকাতা, 24 মে: এই নিয়ে পরপর দুবার ভোট পরবর্তী হিংসার মামলায় (Post poll violence case) সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গরহাজির থাকলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal skips CBI questioning)। অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই আধিকারিকদের কাছে সময় চেয়েছেন তিনি ৷ তবে অনুব্রতকে আদৌ সময় দেওয়া হবে, নাকি কোনও সময়ে না দিয়ে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হবে ? তা নিয়ে ইতিমধ্যে দিল্লিতে সিবিআই সদর দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের সিবিআই আধিকারিকরা । ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রতকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব, তা ঠিক করতেই এই বৈঠকে ।
আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা ছিল । কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সিবিআইয়ের কাছে নিজের আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়েছেন অনুব্রত ৷ তিনি তদন্তকারী আধিকারিকদের থেকে আরও কিছুটা সময় চেয়েছেন ৷
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি গরু পাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত । জিজ্ঞাসাবাদ চলাকালীনই তিনি বেশ কয়েকবার অসুস্থতা বোধ করেন । ফলে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই তৃণমূল নেতা নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম-এর উডর্বান ব্লকে চলে যান । সেখান থেকে বীরভূমে নিজের বাড়ির উদ্দেশে যাত্রা করেন অনুব্রত মণ্ডল ।
আরও পড়ুন:Anubrata Mandal : চলতি সপ্তাহে দফায় দফায় জেরা ! আজ সিবিআই দফতরে যাবেন অনুব্রত ?
সিবিআই সূত্রে খবর, যেহেতু গরু পাচার মামলায় একবার অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছেন, তাই শুধুমাত্র এই মামলাতেই আবারও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তিনি । কিন্তু তাঁকে সময় না দিয়ে ফের গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে তলব করা হয়েছে । এ দিকে, ভোট পরবর্তী হিংসার মামলায় এখনও পর্যন্ত একবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি অনুব্রত মণ্ডল । উল্টে তিনি সিজিও কমপ্লেক্সে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তদন্তকারীদের কাছ থেকে সময়সীমা চেয়েছেন । ফলে সেই সময় অনুব্রতকে আর দেওয়া হবে ? নাকি সময় না দিয়ে ফের ভোট পরবর্তী হিংসার মামলায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হবে, সে বিষয়েই আজ বৈঠকে বসে সিবিআই ।