কলকাতা, 12 অগস্ট: রাত থেকে সকাল গড়িয়ে বেলা হতে চলল ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজাম প্যালেসের 15 তলায় একটি ক্যাম্প খাটে শুয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal in Nizam Palace)। নতুন করে তাঁর আর অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়েনি । কিন্তু সিবিআইয়ের (Anubrata Mondal lying on cot) তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা আগে থেকেই করে রাখা আছে ।
যেহেতু অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই ক্যাম্প খাটের পাশেই রাখা রয়েছে তাঁর একটি অক্সিজেন সিলিন্ডার । অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসের 15 তলায় যে ঘরে রয়েছেন, সেই ঘরে রয়েছে একটি পুরনো আমলের ক্যাম্প খাট । ওই খাটেই শুয়ে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ।
সেই ঘরে রয়েছে সিসিটিভি ক্যামেরা । ঘরের বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা এবং সিবিআইয়ের দুজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক । মূলত অনুব্রত মণ্ডলের ঘরের বাইরে পাহারার কাজে কর্তব্যরত রয়েছেন সিআরপিএফ জওয়ানরা । এ ছাড়াও দুজন সিবিআই-এর ইন্সপেক্টর ক্রমাগত অনুব্রত মণ্ডলের উপর নজরদারি চালাচ্ছেন । কোনওভাবেই যদি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই খবর তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:দ্বিতীয় হুগলি সেতুতে সিবিআই-কনভয়, নবান্নের দিকে চেয়ে রইলেন 'কেষ্ট'
গতকাল মাঝরাত থেকে সকাল পর্যন্ত শুয়েই কাটিয়েছেন অনুব্রত মণ্ডল । গতকাল আসানসোল থেকে কলকাতায় আসতে গিয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগে যায় । রাস্তায় একাধিক জায়গায় প্রবল যানজটের মুখে পড়তে হয় সিবিআই-এর কনভয়কে । এরপরে প্রায় রাত আড়াইটা নাগাদ সিবিআই অনুব্রত মণ্ডলকে নিয়ে পৌঁছয় নিজাম প্যালেসে । রাতে অল্প কিছু খাবার দেওয়া হয় তাঁকে এবং তাঁর ওষুধ সময়মতো খাওয়ানো হয় বলে সিবিআই সূত্রে খবর । এরপর থেকে অনুব্রত মণ্ডল ক্যাম্প খাটে শুয়েই কাটাচ্ছেন বলে সিপিআই সূত্রের খবর । সূত্রের খবর, গতকালের প্রবল যানজট পেরিয়ে কলকাতায় ঢুকতে প্রায় মাঝরাত হয়ে যাওয়ায় ক্লান্ত রয়েছেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা, প্রত্যেকেই । ফলে সকালটা অনুব্রত মণ্ডলকে বিশ্রাম দেওয়া হলেও দুপুর থেকেই তাঁকে জেরা করা শুরু হবে ৷