পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal লকআপে নেই বিনোদনের ব্যবস্থা, জেরা চলাকালীনই টিভির জন্য বায়না ধরলেন কেষ্ট - জেরা চলাকালীনই টিভির জন্য বায়না ধরলেন কেষ্ট

এলাকার এবং রাজ্যের খবরাখবর রাখার অভ্যাস অনুব্রতর দীর্ঘদিনের । কিন্তু যেদিন থেকে সিবিআই তাঁকে গ্রেফতার করেছে, সেদিন থেকেই জনসংযোগ কার্যত বিচ্ছিন্ন (Anubrata Mondal demands a TV) ।

Anubrata
Anubrata

By

Published : Aug 13, 2022, 5:10 PM IST

কলকাতা, 13 অগস্ট: গ্রেফতারের পর অনুব্রত মণ্ডলকে শনিবার প্রথম জেরা করলেন সিবিআই গোয়েন্দারা । জেরা পর্ব চলাকালীন আচমকাই বায়না শুরু করলেন কেষ্ট । জানা গিয়েছে, প্রতিদিন নিয়ম করে খবর দেখা অনুব্রতর দীর্ঘদিনের অভ্যাস ৷ ফলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাছে একটি টিভি চেয়েছেন তিনি (Anubrata Mondal demands a TV) ৷

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়ে বর্তমানে কলকাতার নিজাম প্যালেসের 15 তলায় সিবিআই দফতরে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । ঘরের ভেতরেই শৌচালয় থাকলেও নেই কোনও বিনোদনের মাধ্যম। অন্যদিকে, এলাকার এবং রাজ্যের খবরাখবর রাখার অভ্যাস অনুব্রতর দীর্ঘদিনের । কিন্তু যেদিন থেকে সিবিআই তাঁকে গ্রেফতার করেছে, সেদিন থেকেই জনসংযোগ কার্যত বিচ্ছিন্ন । ফলে জেরা চলাকালীন আচমকাই মেজাজ হারান তিনি ৷ বায়না ধরেন একটি টিভি'র জন্য । কিন্তু এই টিভিতে কী দেখবেন অনুব্রত মণ্ডল? গ্রেফতারির পর রাজ্যে তাঁকে নিয়ে কী প্রকারের রাজনৈতিক সমালোচনা হচ্ছে এবং কে তাঁর নামে কী বলছেন, এই বিষয়েই তিনি জানতে চান তিনি ৷ ফলে প্রয়োজন একটি টিভি'র।

আরও পড়ুন : নিজাম প্যালেসে ঘুম থেকে উঠেই মা কালীর ভজনা অনুব্রতর, জেরা আজ

অনুব্রতর গ্রেফতারির পরেই তাঁর চিনার পার্কের ফ্ল্যাটের একজন কর্মী নিজাম প্যালেসের ভিজিটর্স রুমে রয়েছেন । মাঝেমধ্যেই মুন নামের ওই কর্মীকে ডেকে অনুব্রত রাজ্য-রাজনীতির খবর নিচ্ছেন ৷ বেশ কয়েকবার কোন নেতা তাঁকে নিয়ে কী মন্তব্য করেছেন, তাও জানতে চাইছেন ৷ এবার তা জানতে চেয়েই একটি টিভি চাইলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details